skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeজেলার খবরআর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার বনগাঁর পোস্টমাস্টার, থানায় বিক্ষোভ গ্রাহকদের

আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার বনগাঁর পোস্টমাস্টার, থানায় বিক্ষোভ গ্রাহকদের

Follow Us :

বনগাঁ: গ্রাহকের টাকা তছরুপের অভিযোগ উঠেছিল বনগাঁর গোয়ালদহ গ্রামের পোস্ট  অফিসের দায়িত্বপ্রাপ্ত পোস্ট মাস্টারের বিরুদ্ধে। সেই অভিযোগেই গতকাল শুক্রবার অভিযুক্ত পোস্টমাস্টার নন্দ গোপাল সরদারকে গ্রেফতার করে পুলিশ।

প্রতারক নন্দগোপাল গ্রেপ্তারের খবর শুনেই শনিবার দুপুরে বারাসাত থানা চত্বরে জমায়েত করে প্রতারিত গ্রাহকেরা। আর এই দিন প্রতারক নন্দগোপালকে আদালতে নিয়ে যাওয়ার জন্য পুলিশ গাড়িতে তোলার সময় ওই বিক্ষুব্ধ জনতার ক্ষোভের মুখে পড়ে পুলিশ।  অভিযুক্তকে গাড়িতে তোলার সময় তাকে মারধরের চেষ্টাও করা হয়। তারপর কোনরকমে বিক্ষুব্ধ গ্রাহকদের হাত থেকে বাঁচিয়ে আদালতে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: ত্রিপুরার আমবাসায় আক্রান্ত তৃণমূল, গাড়ি ভাঙচুর, জয়া দত্তকে মারধরের অভিযোগ

আরও পড়ুন: তেলশূন্য আড়াইশো পাম্প! ট্যাঙ্কার মালিকদের ধর্মঘটে বিপাকে গণপরিবহণ

গ্রাহকদের অভিযোগ এলাকার স্থানীয় মানুষের প্রচুর টাকা তছরুপ করেছেন ওই পোস্টমাস্টার। পোস্ট অফিসে তারা যে অর্থ সঞ্চয় করেছিলেন। তা সম্পূর্ণ আত্মসাৎ করে এই পোস্টমাস্টার। এমনকি তাঁদেরকে যে স্লিপ দেওয়া হয় সেটিও বলে অভিযোগ বিক্ষুব্ধ গ্রাহকদের।

এই প্রথম নয় গত মার্চ মাসে ও বনগাঁ পোস্ট অফিসের সামনে বিক্ষোভ ডেকেছিল প্রতারিত গ্রাহকেরা।  অবশেষে প্রতারকের গ্রেফতারির পর তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে বিক্ষুব্ধ জনগণ।

RELATED ARTICLES

Most Popular