skip to content

skip to content
HomeCurrent Newsদলছুট হাতিকে জঙ্গলে ফেরাতে জাতীয় সড়ক বন্ধ করল পুলিস

দলছুট হাতিকে জঙ্গলে ফেরাতে জাতীয় সড়ক বন্ধ করল পুলিস

Follow Us :

জলপাইগুড়ি: জঙ্গল থেকে হাতি বেরিয়ে আসায় ১৪৪ ধারা জারি করেছিলেন জেলাশাসক৷ সেই হাতিকেই জঙ্গলে ফেরাতে জাতীয় সড়ক বন্ধ করেদিল জলপাইগুড়ি পুলিস৷ ফলে, জলপাইগুড়িতে ৩১ নম্বর জাতীয় সড়কে সম্পূর্ণ রুপে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিস সূত্রের দাবি, হাতির যাতায়াতের পথ পরিষ্কার রাখতে ৩১ নম্বর জাতীয় সড়কের গোশালা মোড় এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে৷

রবিরার বৈকুণ্ঠপুরে জঙ্গল ছেড়েই তিস্তার পাড় ঘেঁষে দুটি পূর্ণবয়স্ক হাতি শহরে হানা দেয়। তারপর তারা চলে আসে শহরে কোভিড হাসপাতাল সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, হাতির হানায় ভেঙে গিয়েছে হাসপাতালের দেওয়াল। তারপরই ওই হাতি দুটি জলপাইগুড়ি এসি কলেজ বয়েস হস্টেলের পিছনে থাকা করলা নদী সংলগ্ন এলাকার একটি ঝোপে আশ্রয় নেয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান বন দফতরের আধিকারিকরা। উপস্থিত রয়েছেন এলিফ্যান্ট স্কোয়াড সহ বনকর্মীরা।

আরও পড়ুন : জলপাইগুড়ি শহরে ঢুকে দাপিয়ে বেড়াচ্ছে হাতি, ভেঙেছে হাসপাতালের দেওয়াল

শহরে হাতি ঢুকে পড়ার খবর চাউর হতেই এলাকায় প্রচুর মানুষ ভিড় জামাতে শুরু করেছেন। স্থানীয় এক বাসিন্দা জানান, ‘ঘুম থেকে উঠে দেখি বাড়ির পাশে দু’টি হাতি ঘুরছে। তারা নদীর পাড় দিয়ে গিয়ে জঙ্গলে ঢুকে গেল। আর দেখা গেল না।‘

আরও পড়ুন : জলপাইগুড়ি শহরে ঢুকে দাপিয়ে বেড়াচ্ছে হাতি, ভেঙেছে হাসপাতালের দেওয়াল

বেলা বাড়তেই এলাকায় লোকজন ভিড় জমানো শুরু করেছে। এইভাবে ভিড় বাড়তে থাকলে এলাকা থেকে বের করে আনা কি সম্ভব? উঠছে প্রশ্ন। কারণ এলাকা থেকে বের করতে জায়গা খালি করার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বন দফতরের কর্মীরা। কিন্তু সেই জায়গা ওরা পাচ্ছে না। তাই জারি করা হয়েছে ১৪৪ ধারা।

তারপরও হাতি দুটিকে জঙ্গলে ফেরাতে হিমশিম খাচ্ছে বনদপ্তর। রবিবার বিকেল ৫ টা নাগাদ জলপাইগুড়ি কবরস্থান থেকে হাতি ড্রাইভ করা শুরু করে বনকর্মীরা। কবরস্থান থেকে হাতি দুটি বেরিয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের দিকে আসে। এরপর ফের তাড়া খেয়ে কবরস্থানের দিকে ফিরে যায় হাতি দুটি। এরপর আবার বাজি, পটকা ফাটালে সেখান থেকে বেরিয়ে আবার সুপার স্পেশালিটি হাসপাতালের দিকে চলে আসে। সেখান থেকে তাড়া খেয়ে আবার কবরস্থানের কাছকাছি অবস্থান করে হাতি দুটি। ফের হাতিদের নদী পথে জাতীয় সড়কে তোলার চেষ্টা চালাচ্ছে বনদপ্তর। দুর্ঘটনা এড়াতে বন দফতরের তরফে মাইকিং করে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে৷

 

RELATED ARTICLES

Most Popular