skip to content

skip to content
Homeজেলার খবরদত্তপুকুরে তৃণমূল পঞ্চায়েত সদস্যার মাকে খুন

দত্তপুকুরে তৃণমূল পঞ্চায়েত সদস্যার মাকে খুন

পঞ্চায়েত সদস্যাকে না পেয়ে তাঁর মাকে খুন বলে সন্দেহ

Follow Us :

বারাসত: দত্তপুকুর (Dattapukur) এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূলের (Tmc) প্রধান ও বর্তমান সদস্য দেবযানী সরদারের মা বেবিরানী সরদার খুন (Death) হলেন। আজ, রবিবার সকালে তাঁর দেহ দেখতে পাওয়া যায় বাড়িতেই। মাথায় আঘাতের চিহ্ন আছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে দত্তপুকুর থানার পুলিশ। নিজের মেয়ের বাড়িতে ঘুরতে এসেই হত্যা হয়েছে। প্রাক্তন পঞ্চায়েত প্রধানের মাকে হত্যা। গতকাল রাতে দুজন দুষ্কৃতী বাড়িতে ঢুকে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের মাকে খুন করে। দত্তপুকুর ব্যায়াম সমিতির ঘটনা।

ঘটনায় পুলিশে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। মৃতার এক মেয়ে জানিয়েছেন, দিদিকে খুন করতে এসেছিল দুষ্কৃতীরা। দিদি রাজনীতি করে। মনে করা হচ্ছে সে কারণেই খুন। আমাদের কোনও শত্রু নেই। তাই রাজনীতির জন্যই খুন বলে মনে করা হচ্ছে। শ্বাসরোধ করে খুন করা হয়েছে।

আরও পড়ুন: উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, কিশোরীর মৃত্যু

এক শিশু জানিয়েছে, দুষ্কৃতীরা মুখে মাস্ক পরে এসেছিল। প্রথমে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করে। তারপরে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।

RELATED ARTICLES

Most Popular