skip to content

skip to content
Homeবিনোদনট্রেলারে ‘কোটা ফ্যাক্টরি ২’

ট্রেলারে ‘কোটা ফ্যাক্টরি ২’

Follow Us :

২০১৯ সালে স্ট্রিমিং শুরুর পরই তোলপাড় ফেলে দিয়েছিল টিভিএফএর ওয়েব সিরিজ ‘কোটা ফ্যাক্টরি সিজন ওয়ান’।দুবছর পর অবশেষে আসছে জনপ্রিয় এই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন।টিজারের পর মুক্তি পেল ‘কোটা ফ্যাক্টরি ২’ এর জমজমাট ট্রেলার।প্রথম সিজনের মতো সিরিজের নতুন সিজনও যে দারুণ মজাদার হতে চলেছে তা কিন্তু ট্রেলারে চোখ রাখলেই বোঝা যাচ্ছে।নতুন সিজনেও মুখ্যভূমিকায় অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার,আহেসাস চান্না,আলম খান,রঞ্জন রাজের মতো কলাকুশলীরা।পাশপাশি সিরিজে দেখা যাবে বেশ কিছু নতুন মুখকেও।

ট্রেলার দেখুন – Kota Factory Season 2 Trailer 

‘কোটা ফ্যাক্টরি ২’ এর ট্রেলার দেখার পর থেকেই আর তর সইছে না কারোরই।তবে সিরিজের নতুন সিজন দেখতে আরও কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে,কারণ আগামী ২৪সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে ‘কোটা ফ্যাক্টরি সিজন ২’ এর স্ট্রিমিং।

আরও পড়ুন – আসছে ‘কোটা ফ্যাক্টরি ২’ , প্রকাশ্যে এল টিজার 

RELATED ARTICLES

Most Popular