skip to content
Thursday, July 4, 2024

skip to content
Homeবিনোদনমৌবনীর পারদর্শীতা

মৌবনীর পারদর্শীতা

Follow Us :

একদিকে অভিনয় ,অন্যদিকে নাচ নিয়েই ব্যস্ত রয়েছেন অভিনেত্রী মৌবনী সরকার।রেশমি মিত্রের ছবি ‘শ্লীলতাহানির পরে’ তে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছিলেন তিনি।মুক্তির অপেক্ষায় রয়েছে মৌবনীর বেশ কিছু ছবি এবং ওয়েব সিরিজের কাজ।শীঘ্রই মুক্তি পাবে শ্যামল বসুর ছবি ‘স্বপ্ন আর বাস্তব’।ছবিতে একজন গৃহিনীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।মৌবনীর বিপরীতে রয়েছেন রাজদীপ সরকার।এক মধ্যবিত্ত পরিবারের নানান সমস্যা ফুটে উঠেছে ছবিতে।মৌবনী গত বছরে শেষ করেছেন স্বল্প দৈর্ঘের ছবি গ্রহণ।ছবিতে একজন রিপোর্টারের চরিত্রে অভিনয় করেছেন তিনি।মৌবনীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।পরিস্হিতি কিছুটা স্বাভাবিক হলে শুরু হবে অনির্বাণ চক্রবর্তীর নতুন ওয়েব সিরিজের কাজ ও।সিরিজে একজন লেখিকার চরিত্রে রয়েছেন মৌবনী।এছাড়াও তাঁর হাতে রয়েছে ‘অপরাধী’ এবং ‘চেকমেক’ এর কাজ।অভিনয় ছাড়াও ছোট থেকে নাচের প্রতি ভালোবাসা রয়েছে মৌবনীর।বহু বছর ধরে ওডিশি নাচের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।নাচ নিয়েও বেশ কিছু পরিকল্পনা রয়েছে মৌবনীর।ক্ল্যাসিকাল নাচের সঙ্গে মর্ডান নাচের মেলবন্ধনে একটা এক্সপেরিমেন্টাল কাজের ভাবনা রয়েছে তাঁর।পরিস্হিতি স্বাভাবিক হলে বেশ কিছু স্টেজ শোয়ের পরিকল্পনাও রয়েছে।মৌবনীর একটা নাচের স্কুলও রয়েছে।এছাড়া ও তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেন।শীঘ্রই প্রকাশিত হবে তাঁর লেখা বই রেনবোস আনলিমিটেড।কবিতা লিখতে খুবই পছন্দ করেন পি.সি.সরকারের কন্যা।কবিতার বই প্রকাশের পরিকল্পনা ও রয়েছে তাঁর। এছাড়াও নিজের আঁকা ছবি নিয়ে চিত্র প্রদর্শনীর পরিকল্পনাও রয়েছে মৌবনীর।লকডাউনের আগে প্যারিসে চিত্র প্রদর্শণী হওয়ার কথা ওছিল।হঠাৎ লকডাউন শুরু হওয়ায় প্যারিস থেকে ডুবাইতে স্হানান্তরিত হয়।মৌবনীর কিছুটা আপত্তি থাকায় প্রদর্শনীটি আপাতত স্হগিত রাখা হয়েছে।

 

RELATED ARTICLES

Most Popular