skip to content
Thursday, July 4, 2024

skip to content
Homeবিনোদনঅস্কারের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবে তামিল ছবি

অস্কারের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবে তামিল ছবি

Follow Us :

তামিল ছবি ‘কোঝাঙ্গল’ মনোনীত হয়েছে ২০২২ সালের অস্কারের জন্য। অস্কারের মঞ্চে আগামী বছর ভারতের প্রতিনিধিত্ব করবে এই তামিল ছবিটি।২০২২ সালের মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ৯৪ তম অস্কার পুরস্কার এর অনুষ্ঠান। ১৪টি হিন্দি ও আঞ্চলিক ভাষার ছবির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবার পর মনোনয়নের জন্য বাছাই পর্বে ছিল পাঁচটি হিন্দি ছবি। এই ছবিগুলির মধ্যে ‘শেরশাহ’, ‘কাগাজ’, ‘তুফান’, ‘সর্দার উধাম’, ‘শেরনি’ ছিল। তামিল ভাষায় ‘কুরাঙ্গাল’ শব্দের ইংরেজি অর্থ পেবলস অর্থাৎ বাংলায় নুড়ি-পাথর।ছবিটির পরিচালক পি এস বিনোথরাজ। এটিই তার প্রথম পরিচালিত ছবি।২০২১ সালের ৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল এই ছবিটি।পরিচালক নিজের পরিবারের কাহিনী থেকেই বেছে নিয়েছেন এই ছবির গল্প।

আরও পড়ুন: সত্যজিৎ নামাঙ্কিত জীবনকৃতি সম্মান পাবেন অস্কারজয়ী দুই পরিচালক

 ‘এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড ২০২১’এর জন্য মনোনীত হয়েছে ‘কোঝাঙ্গল’।এক বাবা-ছেলের গল্প নিয়ে ‘কোঝাঙ্গল’। ছেলেটির মা স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে চলে গিয়েছে বাপের বাড়ি। সেখান থেকে মা-কে ফিরিয়ে আনতে পথচলা শুরু করে বাবা-ছেলে। রোদে তেতে পুড়ে বাবা-ছেলের পথ চলা রুক্ষ রাস্তা দিয়ে, মাকে নিয়ে বাড়ি ফেরার গল্পই দেখানো হয়েছে ছবিতে। চলচ্চিত্র সমালোচকদের মন ইতিমধ্যেই কেড়েছে এই ছবি। কলকাতার বিজলী সিনেমা হলে বিগত কয়েক দিন ধরে স্ক্রিনিং হয়েছে প্রত্যেকটি ছবির। সভাপতি সাঝি এন করুন পরিচালিত জুরিবোর্ডের ১৫ সদস্যের দলটি প্রত্যেকটি ছবি দেখার পর ‘কোঝাঙ্গল’ বেছে নিয়েছে। সাঝি করুণ বলেছেন, “সিনেমার নিজস্ব ভাষা থাকে। অনেককিছু না বলেও অনেক কিছু বোঝাতে পেরেছে এই ছবি। ছোট একটি ছবি। এর সিনেম্যাটিগ্রাফি, ভাষা সবটাই ভারতীয় আবেগকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। এই ছবির মাধ্যমে খুব সহজেই ভারতীয় সংস্কৃতির সঙ্গে একাত্ম হওয়া যায়।” গত বছর ভারত থেকে অস্কারের জন্য লড়েছিল মালায়ালাম ছবি ‘জাল্লিকাট্টু’

কোঝাঙ্গল

নটি আঞ্চলিক ভাষার ছবির মধ্যে তামিল,মারাঠি,অসমীয়া, গুজরাটি, মালায়ালাম,গোজরি ছবি থাকলেও, ছিল না কোনও বাংলা ছবি। বাছাইপর্বে বাংলার কোন ছবি ছিল না কেন এই প্রশ্নের উত্তরে ‘ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া’র ভাইস-প্রেসিডেন্ট ফিরাতুল হাসান বলেছেন,”আমার মনে হয় বাংলার প্রযোজকদের মনে হয়েছে এবার পড়না আবহে সেরকম কোনো বাংলা ছবি নেই। তাছাড়া করোনার জন্য সিনেমা হলগুলো ছিল বন্ধ”। জুরি সদস্যরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে ২০২২ সালের অস্কারের মঞ্চ ভারতকে প্রতিনিধিত্ব করবে তরুণ এবং নতুন পরিচালক পি এস বিনোথরাজের তামিল ছবি ‘কোঝাঙ্গল’।

পরিচালক পি এস বিনোথরাজ

জুরি সদস্যদের মধ্যে অন্যান্যদের সঙ্গে ছিলেন চলচ্চিত্র-সম্পাদক অর্ঘ্য কমল মিত্র, সঙ্গীত-চিত্র পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। জুরি সদস্যদের সভাপতি সাঝি করুন বলেন,’কলকাতা শহরটা সত্যজিৎ রায়ের শহর। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় চলচ্চিত্রকে পৌঁছে দিয়েছিলেন সত্যজিৎ রায়। এ বছরটা সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী। তিনি একমাত্র ভারতীয় যিনি অস্কার পেয়েছিলেন। তার এই শহরেই ভারতীয় ছবির অস্কার বাছাইপর্ব শেষ হলো। এটা অত্যন্ত গর্বের”।

 

 

কোঝাঙ্গল
RELATED ARTICLES

Most Popular