skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeআন্তর্জাতিকNawaz Sharif: লন্ডনে নওয়াজ শরিফের উপর হামলা ইমরান ভক্তের

Nawaz Sharif: লন্ডনে নওয়াজ শরিফের উপর হামলা ইমরান ভক্তের

Follow Us :

লন্ডন: পাকিস্তানে আজ ভাগ্য নির্ধারণ ইমরান খানের৷ তার আগে সুদূর লন্ডনে ‘আক্রান্ত’ হলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷ পাকিস্তানের বর্তমান রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির জন্য যাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছে ইমরান খানের সরকার৷ সেই নওয়াজ শরিফের উপর চড়াও হন ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের এক সক্রিয় কর্মী৷ শনিবার টুইটে এমনটাই জানান এক পাক মন্ত্রী৷ হামলায় জখম হয়েছেন নওয়াজের নিরাপত্তা রক্ষী৷

এদিকে বাবার উপর হামলার কড়া নিন্দা করেছেন মেয়ে মারিয়াম৷ হামলাকারীকে তিনি গ্রেফতারের দাবি তুলেছেন৷ টুইট করে মারিয়াম লিখেছেন, ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের যাঁরা হিংসায় জড়িত বা নিজেদের হাতে আইন তুলে নিচ্ছেন, আই কে সমেত তাঁদের গ্রেফতার করে জেলে পুড়তে হবে৷ প্ররোচনা, হিংসা ও দেশদ্রোহের অভিযোগ আনা উচিত আই কে-র বিরুদ্ধে৷ কাউকেই ছাড়া যাবে না৷’ আই কে লিখে মারিয়াম সরাসরি ইমরান খানের দিকেই আঙ্গুল তুলেছেন৷ বাবার উপর হামলার পিছনে তিনি ইমরানকেই দায়ী করেছেন৷

পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা তৈরির নেপথ্যে নওয়াজ শরিফকে কাঠগড়ায় তুলেছেন ইমরান খান ঘনিষ্ঠ মন্ত্রী ফাওয়াদ চৌধুরী৷ তাঁর অভিযোগ, নওয়াজ শরিফের লন্ডনের অ্যাপার্টমেন্টে ইমরান খানকে ক্ষমতা থেকে উৎখাত করার ষড়যন্ত্র জাল বোনা হয়েছিল৷ এই চক্রান্তে জড়িত নওয়াজের ভাই শাহবাজ শরিফ এবং আরও এক প্রাক্তন প্রধানমন্ত্রী আসিফ আলি জারদারি৷

আরও পড়ুন: Imran Khan: মিথ্যা ও রাষ্ট্রদ্রোহিতার বিরুদ্ধে সত্য ও দেশপ্রেমের লড়াই করছি, অনাস্থা ভোটের আগে বার্তা ইমরানের

RELATED ARTICLES

Most Popular