skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeকলকাতাCalcutta High court | প্রাক্তন পুলিশ অফিসারদের নিরাপত্তা নিয়ে রাজ্যের রিপোর্ট তলব...

Calcutta High court | প্রাক্তন পুলিশ অফিসারদের নিরাপত্তা নিয়ে রাজ্যের রিপোর্ট তলব আদালতের

Follow Us :

কলকাতা: ডিজি (DG) থেকে ডিআইজি (DIG) পর্যন্ত যত প্রাক্তন পুলিশ (Police) অফিসার আছেন, তাঁদের সকলের নিরাপত্তারক্ষী (Security Guard) আছেন কি না, রাজ্য সরকারের কাছে তা জানতে চাইল আদালত। সাত দিনের মধ্যে হলফনামা দিয়ে রাজ্য সরকারকে তা জানানোর নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা (Rajasekhar Mantha)। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। 

রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের নিরাপত্তারক্ষী প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সেই অভিযোগে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। এদিন আদালত আরও বলেছে, কেন ওই প্রবীণ পুলিশ অফিসারের নিরাপত্তা তুলে নেওয়া হল তাও রাজ্য সরকারকে জানাতে হবে হলফনামায়। বিচারপতির মতে যদি, নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়ে থাকে, তাহলে তা সব অবসরপ্রাপ্ত আধিকারিকের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত। শুধু একজনের কেন প্রয়োগ করা হবে। 

আরও পড়ুন:Mamata Banerjee | নন্দীগ্রামে কোনও আঁচড় লাগেনি বাবুর গায়ে, নাম না করে শুভেন্দুকে কটাক্ষ মমতার

২০১১ সালে রাজ্যে পালা বদলের পর পঙ্কজ দত্ত রাজ্য পুলিশের আইজি পদ থেকে অবসর নেন। তারপর থেকেই তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে রীতিমতো সরব। বিভিন্ন সংবাদপত্রে এবং চ্যানেলে প্রায়ই তাঁকে রাজ্য পুলিশের বিরুদ্ধে কথা বলতে দেখা যায়। আদালতে তাঁর আইনজীবীর অভিযোগ, সেই কারনেই পঙ্কজ দত্তের নিরাপত্তা তুলে নিয়েছে রাজ্য সরকার। বাম জমানায় পঙ্কজবাবু বিভিন্ন জেলায় কাজ করেছেন। একাধিক জেলায় তিনি পুলিশ সুপার পদেও কর্মরত ছিলেন। সৎ এবং নির্লোভ অফিসার হিসেবেও তাঁর পরিচিতি ছিল। সম্প্রতি একাধিক বেসরকারি টিভি চ্যানেলে তাঁকে রাজ্য পুলিশের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানাতে দেখা যায়। শাসকদলের নেতারা অনেকসময় তাঁকে বিরোধীদের দালাল বলতেও কসুর করেন না। এসবের জন্যই তাঁকে শিক্ষা দিতে নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে বলে বিরোধীদের অভিযোগ। 

RELATED ARTICLES

Most Popular