Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরAuto Toto Union Clash| টোটো-অটো ইউনিয়নের সংঘর্ষে উত্তপ্ত মেদিনীপুর

Auto Toto Union Clash| টোটো-অটো ইউনিয়নের সংঘর্ষে উত্তপ্ত মেদিনীপুর

Follow Us :

মেদিনীপুর: তৃণমূল প্রভাবিত টোটো ও অটো ইউনিয়নের সংঘর্ষে সোমবার উত্তপ্ত  হয়ে উঠল মেদিনীপুর (Medinipur) শহর। সংঘর্ষে দুই ইউনিয়নেরই বেশ কয়েকজন জখম হন। শাসক দলের সমর্থকদের সংঘর্ষ সামাল দিতে পুলিশ (Police) রীতিমতো হিমশিম খায়। ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে আটক করেছে। মেদিনীপুর শহরে অবশ্য টোটো (Toto) ও অটো (Auto) ইউনিয়ানের (Union) গোলমাল নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার দুই  ইউনিয়ানের মধ্যে ঝামেলা হয়েছে।

অটো ইউনিয়নের সভাপতি সিরাজ আলির অভিযোগ, বিধায়ক জুন মালিয়ার মদতেই টোটো চালকদের এত বাড়বাড়ন্ত। তবে এ ব্যাপারে বিধায়কের কোনও প্রতিক্রিয়া মেলেনি। টোটো-অটো ইউনিয়নের গোলমালে সাধারণ মানুষের চরম দুর্ভোগ হয় এদিন।

স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে এক টোটোচালক যাত্রী নিয়ে কালেক্টরেটে ঢোকার সময়ে এক অটোচালক তাঁকে মারধর করেন৷ তার প্রতিবাদে টোটোচালকরা অবরোধ বিক্ষোভ শুরু করেন। পাল্টা টোটোচালকদের দৌরাত্যের প্রতিবাদে কালেক্টরেট মোড়ে অটো দাঁড় করিয়ে অবরোধ চালান অটোচালকরা৷ এরপর দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়। ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী।   

টোটো ইউনিয়নের নেতা মলয় সাহা বলেন, অটোচালকেরা জোর করে দিনের পর দিন টোটোর স্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী তুলছে৷ আমাদের যাত্রী নিয়ে আসা টোটোচালককে মারধর করা হয়েছে৷ ওরা নিজেদের রুটের বাইরে গিয়ে জোর করে যাত্রী তুলে নেই প্রায়ই৷তা নিয়ে মাঝে মধ্যেই গোলমাল হয়। 

আরও পড়ুন: Mamata Banerjee | নন্দীগ্রামে কোনও আঁচড় লাগেনি বাবুর গায়ে, নাম না করে শুভেন্দুকে কটাক্ষ মমতার 

অন্যদিকে তৃণমূল সমর্থিত অটো ইউনিয়নের সভাপতি সিরাজ আলি বলেন, বেআইনিভাবে বাইরে থেকে মেদিনীপুর শহরে প্রবেশ করছে প্রচুর টোটো৷ নিয়ম ভেঙে যেখান সেখান থেকে যাত্রী তুলছে৷ প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি৷ সিরাজের দাবি, এসবের পিছনে মদত রয়েছে খোদ বিধায়িকের। তাঁর জন্য আমরা ভোটের সময় অনেক খেটেছি৷ অথচ তিনিই এখন এই টোটোচালকদের বেআইনি কাজকর্মে মদত দিচ্ছেন৷ আমরা একই দলের ইউনিয়ন হলেও আমাদের প্রতি বিধায়কের আচরণ বিমাতৃসুলভ।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা তথা মেদিনীপুর পুর সভার চেয়ারম্যান সৌমেন খান৷ তিনি বলেন, এভাবে দলের বিধায়কের বিরুদ্ধে অভিযোগ করা ঠিক নয়৷ জেলা নেতৃত্বকে সব জানাব। দুই ইউনিয়নকে নিয়ে বসব।  

অন্যদিকে বিজেপির জেলা সহ সভাপতি অরূপ দাস বলেন, শাসকদলের গোষ্টী কোন্দল থেকেই মেদিনীপুরে এই সমস্যা তৈরি হয়েছে৷ যার জেরে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে৷ 

RELATED ARTICLES

Most Popular