Placeholder canvas

Placeholder canvas
HomeScrollভাঙড়ের প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন
Fire at Bhangar

ভাঙড়ের প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন

যুদ্ধকালীন তৎপরতায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে

Follow Us :

কলকাতা: ভাঙড়ের (Bhangar) কারখানায় ভয়াবহ আগুন (Fire at Bhangar)। রবিবার দুপুরে পোলেরহাটের অনন্তের একটি কারখানায় আগুন লাগে। দাহ্য বস্তু মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের ভস্মিভূত গোটা গোডাউন। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। পোলেরহাট থানার পুলিশ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। তবে এখনও ঘটনাস্থলে পৌঁছয়নি দমকল। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।

পোলেরহাটের অনন্তপুরে একটি কারখানায় আগুন লেগে যায়। নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে সেই আগুন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, অনন্তপুরের যে কারখানাটিতে আগুন লেগেছে, সেখানে মূলত সবজি রাখার প্লাস্টিকের ট্রে তৈরি করা হত। আজ দুপুর প্রায় দেড়টা নাগাদ আগুন লাগে কারখানায়। আগুনে যেভাবে দাউদাউ করে জ্বলে ওঠে, তা দেখে অনুমান করা হচ্ছে প্রচুর দাহ্য বস্তু মজুত রাখা ছিল কারখানায়। দাহ্য পদার্থ মজুত থাকায় কারখানা সংলগ্ন আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি বাড়িতেও আগুন ছড়িয়ে পড়েছে।খবর দেওয়া হয় পোলেরহাট থানায়। জানানো হয় দমকলকেও। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় পোলেরহাট থানার পুলিশ। তবে বেশ কিছুক্ষণ কেটে গেলেও দমকল পৌঁছয়নি। স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে। তাই উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। উত্তেজিত জনতাকে সামাল দেয় পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক হয়।
পরে ঘটনাস্থলে যায় দমকল। দমকল কর্মীদের যুদ্ধকালীন তৎপরতায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আরও পড়ুন: তাপে দগ্ধ বঙ্গ, সাত জেলায় তাপপ্রবাহের লাল সতর্কতা

কীভাবে ওই কারখানাটিতে আগুন লেগে গেল, তা এখনও স্বাভাবিক নয়। দমলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে। প্লাস্টিকের ট্রে তৈরির কারখানায় নানারকম দাহ্য পদার্থ মজুত ছিল। প্রচণ্ড গরমে তাতে আগুন লাগতে পারে বলেও মনে করা হচ্ছে। ঘটনাটি খতিয়ে দেখছে পোলেরহাট থানার পুলিশ।

দেখুন ভিডিও 

YouTube player
RELATED ARTICLES

Most Popular