skip to content
Saturday, July 27, 2024

skip to content
Homeরাজ্যফের চাকরিহারাদের পাশে থাকার বার্তা মমতার
Mamata Banerjee

ফের চাকরিহারাদের পাশে থাকার বার্তা মমতার

কংগ্রেসকে সিপিএমের সঙ্গে জোট করতে বারণ করেছিলাম, মালদহে মন্তব্য মুখ্যমন্ত্রীর

Follow Us :

মালদহ: আবারও চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার মালদহ দক্ষিণের (Maldah Dakshin) প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের (Trinamool candidate Shahnawaz Ali Raihan) সমর্থনে প্রচারে এসে তিনি বলেন, আদালতের রায়ে ২৬ হাজার চাকরি যাওয়া কিছুতেই মানতে পারছি না। আমি আপনাদের পাশে আছি।
রবিবার সুজাপুরের সভায় মমতা বলেন, মানুষখেকো বাঘের কথা সকলে শুনেছেন। বিজেপি হল চাকরিখেকো বাঘ। যখন দেখছে, আর কিছু করার নেই। অমনি সব চাকরি খেয়ে নাও। প্রধানমন্ত্রী এসে নাটক করে বলে গেলেন, সব তৃণমূলের জন্য হয়েছে। আপনার দল থেকে চাকরি খাওয়ার নির্দেশ দিয়ে রেখেছিল? আমি কখনই একজনেরও চাকরি যেতে দেব না। আমি চাকরিপ্রার্থীদের পাশে আছি। যতদূর লড়াই করতে হয় করব।

আদালতের প্রসঙ্গে ক্ষমা চেয়ে মমতা বলেন, সরি কোর্টের বিরুদ্ধে অভিযোগ নেই। কিন্তু মানুষ সব শেষে বিচারের আশায় আদালতের দরজায় যান। আজ সেটাও যদি বিজেপি বন্ধ করে রেখে দেয় তাহলে কোথায় যাবেন মানুষ? আজ যদি আপনার ঘরের ছেলে মেয়েদের চাকরি চলে যেত, পারতেন সাত বছর কাজ করে বেতনের টাকা ১২ শতাংশ সুদ সহ ফেরত দিতে? আমরা উচ্চ আদালতে যাচ্ছি। ভাবা যায়, দেশের প্রধানমন্ত্রী লোকের চাকরি খান? কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত হবে, নিশ্চয়ই সংশোধন হবে। কিন্তু ২৬ হাজার ছেলে মেয়ের চাকরি খেয়ে নেওয়া মানা যায় না।

আরও পড়ুন: বহরমপুুরের সভা থেকে তৃণমূলকে আক্রমণ জেপি নাড্ডার

মালদহে দাঁড়িয়ে সিপিএম-কংগ্রেস জোট নিয়েও মুখ খোলেন মমতা। তিনি বলেন, কংগ্রেস বিধানসভায় সিট পায়নি। তবু ওদের দুটো আসন ছাড়তে চেয়েছিলাম। সিপিএমের সঙ্গে কংগ্রেসকে জোট বাঁধতে বারণ করেছিলাম। কিন্তু ওরা শোনেনি। মমতা আরও বলেন, মনে রাখবেন, এই ইন্ডিয়া জোট তৈরি করেছি আমি, নামটাও আমি দিয়েছি, যা দেখে মোদি থরথর করে কাঁপেন। দিল্লিতে সত্যিই বিজেপিকে রুখতে হলে বাংলায় ভোট কাটাকাটির রাজনীতিতে দয়া করে এবার যাবেন না। আমরাও যাইনি কোথাও। কংগ্রেস যেখানে লড়ছে, সেখানে ভালো ফল করুক। আমরা ইচ্ছে করলে অনেক জায়গায় লড়াই করতে পারতাম। আমাদের একটাই জায়গা বাংলা। এই বাংলা থেকে বিজেপিকে রুখতেই হবে। তৃণমূলই নেতৃত্ব দিয়ে ইন্ডিয়াকে ক্ষমতায় আনবে।

অন্য খবর দেখুন 

YouTube player
RELATED ARTICLES

Most Popular