কলকাতা: চরম তাপপ্রবাহের(HeatWave) গায়ে ফোস্কা পড়ার উপক্রম। হাঁসফাঁস গরম থেকে মিলবে রেহাই। আগামী সপ্তাহে বদলাতে পারে আবহাওয়া। আলিপুর আবহাওয়ার দফতর শোনাল খুশির খবর। হাওয়া অফিস জানাচ্ছে,আগামী সপ্তাহেই ভিজবে দক্ষিণবঙ্গ।
কলকাতা (Kolkata) সহ দক্ষিণে দীর্ঘতম তাপপ্রবাহ ভেঙেছে গত পঞ্চাশ বছরের রেকর্ড। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৩। অতীতে এপ্রিল মাসে এমন তাপপ্রবাহ হয়নি বলেই মনে করছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের ৭’টি জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেল, সব ঠিক থাকলে আগামী রবিবার অর্থাৎ ৫ মে থেকেই বৃষ্টি (Rain Forecast) শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। আগামী ৫ মে থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা দক্ষিণ দিকে আসবে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। কমবে লু-র দাপট। তাপমাত্রা কিছুটা হলেও কমবে।
আরও পড়ুন: তাপে দগ্ধ বঙ্গ, সাত জেলায় তাপপ্রবাহের লাল সতর্কতা
দক্ষিণবঙ্গের মানুষ যখন দগ্ধ হচ্ছে, তখন রবিবার আচমকাই ঝড়বৃষ্টি আলিপুরদুয়ারে। আর তাতেই আবারও ক্ষতিগ্রস্ত একাধিক বাড়িঘর। বিকালে কিছুক্ষণের জন্য ঝড় ও বৃষ্টি হয়। খনিকের ঝড়ে ব্যাপক ক্ষতি আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায়। ঝড়ের দাপটে টিনের চাল ভেঙে পড়েছে কোথাও। ঝড়ের কারণে ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি থেকে শুরু করে গাছ। অধিকাংশ এলাকায় বিকাল থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সমস্যায় সাধারণ মানুষ।
অন্য খবর দেখুন
