skip to content
Thursday, July 4, 2024

skip to content
HomeকলকাতাRupa Dutta: বইমেলায় পকেটমারির অভিযোগে ধৃত অভিনেত্রী রূপা দত্তর ৪ দিনের জেল...

Rupa Dutta: বইমেলায় পকেটমারির অভিযোগে ধৃত অভিনেত্রী রূপা দত্তর ৪ দিনের জেল হেফাজত

Follow Us :

বিধাননগর: কলকাতা বইমেলায় পকেটমারির অভিযোগে ধৃত অভিনেত্রী রূপা দত্তর ৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিল বিধাননগর আদালত। রবিবার অভিনেত্রীকে আদালতে তোলা হয়। পুলিসের তরফে ১৪ দিনের জেল হেফাজতের আবেদন জানানো হয়েছিল। কিন্তু সেই আবেদন খারিজ করে একদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। আজ, সোমবার ফের তাঁকে আদালতে তোলা হলে ৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। অভিযুক্তর আইনজীবীর প্রশ্ন, তাপসী ঘোষ নামে যে মহিলা পুলিসে অভিযোগ জানিয়েছেন, তিনি কি করে জানলেন ডাস্টবিনের ভেতরে ব্যাগটা আছে?

অভিযুক্তের আইনজীবী বলেন, রবিবার সওয়াল-জবাব শেষে তাপসী ঘোষকে পুলিস আধিকারিক হিসেব দেখানো হয়েছিল। কিন্তু আজ তাঁকে সাক্ষী হিসাবে দেখানো হয়। বইমেলায় প্রতিদিন ডাস্টবিন পরিষ্কার করা হয়। তাহলে পুলিস কি করে আগে চুরি হওয়া মানিব্যাগ নিয়ে রূপা দত্তর উপরে অভিযোগ আনছেন? আজ যে তাপসী ঘোষকে সাক্ষী হিসেবে দেখানো হল, তিনি কি রূপা দত্তকে ব্যাগ চুরি করতে দেখেছেন? রূপার আইনজীবী শুভদীপ রায় বলেন, পামেলা গোস্বামী মামলাও সাজানো ছিল। রূপা দত্তর মামলার পুরোপুরি সাজানো। আগামী দিনের এই মামলাতেই ক্লিনচিট পাবেন অভিনেত্রী, এমনটাই দাবি করেন তিনি।

শনিবার পকেটমারি অভিযোগে কলকাতা বইমেলা থেকে অভিনেত্রী রূপা দত্তকে পুলিস গ্রেফতার করে। পুলিস সূত্রে জানা যায়, শনিবার কলকাতা বইমেলায় যখন পুলিসকর্মীরা টহল দিচ্ছিলেন, সেই সময় তাঁরা লক্ষ্য করেন, এক মহিলা একটি ব্যাগ ডাস্টবিনে ফেলে চলে যাচ্ছেন। সন্দেহ হতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। কিন্তু কোনও সদত্তর দিতে পারেননি তিনি। এর পরই বিধাননগর উত্তর থানার পুলিস তাঁকে গ্রেফতার করে। ধৃত বলিউড অভিনেত্রীর থেকে প্রায় ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়৷ এই অভিনেত্রী বিজেপি ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। বিজেপির বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে দেখতে পাওয়া গিয়েছে।

আরও পড়ুনHarassment Case: এম পি বিড়লা স্কুলে শিশুকে হেনস্তা, পাঁচ বছর পর বেকসুর খালাস অভিযুক্ত

RELATED ARTICLES

Most Popular