skip to content

skip to content
Homeজেলার খবরKatwa Train Incident: গুয়াহাটি কলকাতা স্পেশালে ধোঁয়া, কাটোয়া থেকে দেরিতে ছাড়ল ট্রেন

Katwa Train Incident: গুয়াহাটি কলকাতা স্পেশালে ধোঁয়া, কাটোয়া থেকে দেরিতে ছাড়ল ট্রেন

Follow Us :

কাটোয়া: কাটোয়া স্টেশনে গুয়াহাটি কলকাতা স্পেশাল ট্রেনে এসি বগির নীচে ধোঁয়া দেখা যায়। যে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। তবে ধোঁয়া থেকে অগ্নিকাণ্ডের কোনও ঘটনা ঘটেনি। এসি থ্রি টায়ারে বি ১ কোচের তলায় শনিবার রাতে ওই ধোঁয়া দেখা যায়। পরে ট্রেন দাঁড় করিয়ে ফায়ার এক্সটিংগাইশারের সাহায্যে তাতে ব্যবস্থা নেওয়া হয়। 

02518 গুয়াহাটি কলকাতা স্পেশাল ট্রেনটি শনিবার রাত নটার সময় গুয়াহাটি স্টেশন থেকে ছাড়ে। যেটি কাটোয়াতে আসার সময় ছিল রবিবার বেলা ১১:৪৩ মিনিটে। গাড়িটি এক ঘন্টা  দেরিতে চলায় ট্রেনটি কাটোয়া পৌঁছয় বেলা ১২টা ২০ মিনিট নাগাদ। ট্রেনটি কাটোয়া থেকে ১২টা ২৫ নাগাদ ছেড়ে যাওয়ার সময় এক রেল কর্মী লক্ষ্য করেন, সাত নম্বর বগির তলা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এরপরই ড্রাইভারকে সতর্ক করলে গাড়িটি থামানো হয়। স্টেশনে থাকা রেলের অগ্নি নির্বাপক ব্যবস্থা দিয়ে তা ঠিক করা হয়। স্বাভাবিকভাবেই ট্রেনের বগির তলায় ধোঁয়া বেরতে দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

আরও পড়ুন: jawan body: উত্তর সিকিমে দুর্ঘটনায় মৃত জওয়ানের দেহ পৌঁছল বাঁকুড়ায়, শোকস্তব্ধ গ্রাম

 কলকাতা স্টেশনে পৌঁছনোর জন্য ট্রেনটির নির্ধারিত সময় ছিল বেলা দুটো নাগাদ। প্রায় দু’ঘণ্টা দেরিতে তা পৌঁছয় কলকাতা স্টেশনে।

 

 

RELATED ARTICLES

Most Popular