HomeদেশStreet Dog: পথ কুকুরদের খাওয়ানোয় নিষেধাজ্ঞা নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Street Dog: পথ কুকুরদের খাওয়ানোয় নিষেধাজ্ঞা নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Follow Us :

পথ কুকুরদের খাওয়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল বম্বে হাইকোর্টের নাগপুর শাখা। বুধবার সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ওই রায় কার্যকরী করার ক্ষেত্রে কোনওভাবেই জোর করে কিছু করা যাবে না। হাইকোর্টের রায়ে উল্লেখ করা হয়েছিল, যারা পথ কুকুরদের খাওয়াতে চান তাঁদের ওই কুকুরগুলিকে বাড়িতে নিয়ে যেতে হবে। হাইকোর্টের ওই রায়ের উপরেও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্টের দুই সদস্যের বেঞ্চ।  
 
বিচারপতি সঞ্জীব খান্না (Justice Sanjib Khanna) এবং বিচারপতি জেকে মহেশ্বরীর বেঞ্চ ওই রায ঘোষণার সময় বিচারপতি খান্না জানিয়ে দেন, যারা পথকুকুরদের (Stray Dogs) খাওয়ায়, তাদেরকে কুকুরগুলিকে দত্তক নেওয়ার জন্য জোর করা যায় না। বেশ কয়েকটি কুকুরপ্রেমী সংগঠনের পক্ষ থেকে বম্বে হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে  আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতেই এই অন্তর্বর্তী আদেশ দিল সুপ্রিম কোর্ট।

রায় ঘোষণার সময় বম্বে হাইকোর্ট (Bombay High Court) তাঁদের পর্যবেক্ষণে জানিয়েছিল, যদি এই তথাকথিত পথকুকুরদের বন্ধুরা সত্যি সত্যি পথকুকুরদের সুরক্ষা এবং ভালভাবে রাখার ব্যাপারে আগ্রহী হয়, তাহলে অবশ্যই ওই কুকুরগুলিকে দত্তক নিতে হবে। কুকুরগুলিকে নিজেদের বাড়িতে নিয়ে যেতে হবে আর সেটি সম্ভব না হলে তাদের কোনও ভাল মাপের ডগ শেল্টার হোমে রাখতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট পুরসভায় কুকুরগুলির নথিভুক্তকরণ পরিচর্যা ও টিকাকরণের সব খরচ তাদেরই দিতে হবে।

এদিন এই পর্যবেক্ষণের উপর স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট জানিয়েছে ওই রায় আদৌ বাস্তবসম্মত কি না, সেই বিষয়ে গুরুতর প্রশ্ন উঠছে। একইসঙ্গে যে শহরকে কেন্দ্র করে হাইকোর্ট ওই রায় দিয়েছিল সেই নাগপুর (Nagpur) পুর নিগমকে পথকুকুরদের শহরের নির্দিষ্ট কোনও জায়গায় খাওয়ানোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে আদালত। যতদিন সেই জায়গা চিহ্নিত করা যাচ্ছে, ততদিন পর্যন্ত পথকুকুরদের উপদ্রব কমাতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে পারবে পুর নিগম।

RELATED ARTICLES

Most Popular