skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeলিডরাহুলের বিরুদ্ধে মামলা সিআইডিকে দিল অসম পুলিশ

রাহুলের বিরুদ্ধে মামলা সিআইডিকে দিল অসম পুলিশ

Follow Us :

গুয়াহাটি: কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে আইন ভঙ্গের মামলা দায়েরের দুদিন পরই তদন্তভার সিআইডির বিশেষ তদন্তকারী দলের হাতে তুলে দিল অসম পুলিশ। অসম পুলিশ প্রধান জিপি সিং এক এক্সবার্তায় লিখেছেন, মামলা সিআইডিকে হস্তান্তর করা হল। সিট বা বিশেষ তদন্তকারী দল পুঙ্খানুপুঙ্খভাবে এই মামলা খতিয়ে দেখবে।

উল্লেখ্য, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুলসহ বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে হাঙ্গামা পাকানো, বেআইনি জমায়েত এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে নটি ধারায় মামলা করেছিল অসমের হিমন্ত বিশ্বশর্মার পুলিশ।

আরও পড়ুন: বাংলায় ঢুকছে রাহুলের ন্যায়যাত্রা, উদ্দীপনা কংগ্রেসে

সূত্রে জানা গিয়েছে, রাহুল ছাড়া জয়রাম রমেশ, কেসি বেণুগোপাল, কানহাইয়া কুমারসহ আরও কয়েকজনের বিরুদ্ধে বশিষ্ঠ থানায় বিজেপি মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছিল।

মঙ্গলবার গুয়াহাটিতে পুলিশ-কংগ্রেস ধস্তাধস্তি, লাঠিচার্জ এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআরের নির্দেশের জবাবে বুধবার সকালে ফের বরপেটা থেকে শুরু হয় একাদশ দিনের ভারত জোড়ো ন্যায়যাত্রা। শুরুতেই এদিন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে আক্রমণ করেন কংগ্রেস নেতা। তিনি বলেন, আপনারা বুঝতে পারছেন না, উনি কোথা থেকে নির্দেশ পাচ্ছেন। রাহুল গান্ধীকে ভয় দেখাও, এই নির্দেশ আসছে অমিত শাহের কাছ থেকে। রাহুল চ্যালেঞ্জ ছুড়ে বলেন, আমার বিরুদ্ধে যত খুশি মামলা করতে পারেন। আমি তাতে ভয় পাই না। মঙ্গলবারের ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দীর্ঘ চিঠিতে অভিযোগ জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

গতকাল যাত্রার শুরুতেই রাহুল বলেন, বিজেপি দেশকে ধর্ম, জাতপাত এবং ভাষার ভিত্তিতে ভাঙার চেষ্টা করছে। কিন্তু আমরা কংগ্রেসিরা দেশকে ঐক্যবদ্ধ রাখার কাজ করে যাচ্ছি। ভারতের আদর্শ প্রেম, ঘৃণা নয়। অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সম্পর্কে তাঁর মন্তব্য, দেশের সবথেকে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী হলেন তিনি। অসমের মুখ্যমন্ত্রীকে পরিচালনা করেন অমিত শাহ। তাঁর হাতের পুতুল তিনি। শাহের বিরুদ্ধে কিছু যদি বলেন তিনি, তাহলে সঙ্গে সঙ্গেই তাঁকে গদি থেকে ছুড়ে ফেলে দেওয়া হবে।

অন্যদিকে, শাহকে লেখা চিঠিতে খাড়্গে বলেছেন, রাহুল গান্ধীর যাত্রাপথে বিজেপি কর্মীদের আসতে দিয়েছে অসমের পুলিশ। তারা বিজেপি কর্মীদের আটকানোর চেষ্টা করেনি। রাহুল গান্ধীর নিরাপত্তা বেষ্টনী ভেঙে বিজেপি ঢুকে পড়ে পুলিশেরই মদতে। এর ফলে রাহুলের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছিল বলে অভিযোগ জানান খাড়্গে।

ওয়েনাড়ের সাংসদ রাহুল যাত্রাপথের ভাষণে তীব্র আক্রমণ শানান আরএসএসকেও। নিশানা করে তিনি বলেন, বিজেপি-আরএসএসের মতবাদ মণিপুরে আগুন জ্বালিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী আজ পর্যন্ত সেই রাজ্যে পা মাড়াননি। আর সে কারণেই আমাদের ন্যায়যাত্রা মণিপুর থেকে শুরু হয়ে মহারাষ্ট্র পর্যন্ত যাবে।

অন্য় খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
BJP | NDA-কে চাপে রাখতে, টিডিপির পাশে INDIA ! স্পিকার পদে বেসামাল বিজেপি?
00:00
Video thumbnail
N. Chandrababu Naidu | টিডিপির জোড়া শর্ত, বেসামাল বিজেপি এনডিএ ছাড়বেন চন্দ্রবাবু
00:00
Video thumbnail
Suvendu Adhikari | মমতার জন্য বন্ধ রাজভবনের দরজা জানিয়ে দিলেন শুভেন্দু
00:00
Video thumbnail
Election Commission | মোবাইলে আসছে ওটিপি নিয়ন্ত্রণ হচ্ছে ইভিএম, এভাবেই কি জিতল NDA? সত্যিটা কী?
00:00
Video thumbnail
Election Commission | মোবাইল ফোনে খুলছে ইভিএম! সবথেকে বড় 'ভোট-দুর্নীতিতে', কী বলবে নির্বাচন কমিশন?
00:00
Video thumbnail
Belgharia News | বেলঘরিয়ার ব্যবসায়ী কে জেল থেকেই বারবার ফোন, কী দাবি কুখ্যাত দুষ্কৃতির?
00:00
Video thumbnail
TMC | CPIM | বামশিবিরে রামধাক্কা, ৪০ বছর দল করে সিপিএম থেকে তৃণমূলে
00:00
Video thumbnail
Abhishek Banerjee | অপারেশন শেষ, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেমন আছেন?
00:00
Video thumbnail
Suvendu Adhikari | আজও রাজভবনের গেটে শুভেন্দু অধিকারী, ভেতরে ঢুকতে পারবেন?
00:00
Video thumbnail
EVM | Rahul Gandhi | EVM হ্যাকিং? FIR হতে চলেছে? দেখুন চাঞ্চল্যকর ভিডিও
00:00