skip to content

skip to content
HomeখেলাAus vs Sri: শেষ ওভারে ২০ রান তুলে শ্রীলঙ্কার ১৫৭

Aus vs Sri: শেষ ওভারে ২০ রান তুলে শ্রীলঙ্কার ১৫৭

Follow Us :

পারথে টি -২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়ার মত স্কোর করল শ্রীলঙ্কা। সুপার-১২-র ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে শ্রীলঙ্কা করল ৬ উইকেটে ১৫৭ রান। শেষের দিকে বেশ ভাল খেলেন ছারিথ আসালাঙ্কা (৩৮ অপরাজিত) ও ছামিকা করুণারত্নে (১৪ অপরাজিত)। ইনিংসের শেষ ওভারে প্যাট কামিন্সের বলে শ্রীলঙ্কা করে ২০ রান।  লঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা (৪০) ভাল খেলেন। তবে সেট হতে সময় নেন। করোনা আক্রান্ত হওয়ায় খেলতে পারেননি অজি স্পিনার অ্যাডাম জাম্পা। 

আরও পড়ুন-T20 WC 2022: পাক বধের পর সেমিতে ওঠা কতটা সহজ ভারতের

জাম্পার পরিবর্তে খেলেন অ্যাস্টন অ্যাগর। অস্ট্রেলিয়ার মোট সাতজন বল করেন। একমাত্র মিচেল মার্শ ছাড়া দলের বাকি ৬ বোলার ১টি করে উইকেট নেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারায় অস্ট্রেলিয়াকে জিততেই হবে। জিততে হলে অস্ট্রেলিয়ার চাই ১৫৮ রান। 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলানো হয়নি স্টিভ স্মিথকে। এদিনও স্মিথকে ডাগআউটে বসিয়ে রাখা হল। স্মিথের পরিবর্তে টিম ডেভিডের ওপরেই ভরসা রাখা হল। তিন পেসার হিসেনে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জোশ হ্যাজেলউড খেলছেন। অজি ম্যাচে শ্রীলঙ্কা দলে ফিরলেন পাথুম নিসাঙ্কা।

RELATED ARTICLES

Most Popular