Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকMake in India | মুখের উপর না অ্যাপলের, ভারতে আইপ্যাড ও ম্যাকবুক...

Make in India | মুখের উপর না অ্যাপলের, ভারতে আইপ্যাড ও ম্যাকবুক ম্যানুফ্যাকচারিং নয়

Follow Us :

নয়াদিল্লি: বড় ধাক্কা ভারত সরকারের মেক ইন ইন্ডিয়ার (Make In India) জন্য। মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাপল (Apple) স্পষ্টভাবে নাকচ করে দিয়েছে কেন্দ্র সরকারের (Central Government) আহ্বান। ভারত সরকারের (Government of India) মেক ইন ইন্ডিয়া উদ্যোগের ডাকে সাড়া দিয়ে ভারতে আইফোন (iPhone) তৈরি করছে অ্যাপল। ভারতীয়দের তাতে সুবিধা হয়েছে কী, হয়নি, তা সময়ই বলবে। কিন্তু অ্যাপল পরিষ্কারভাবে বলে দিয়েছে, ভারতে তারা আইফোন তৈরি করলেও, তাদের অন্যতম দুই জনপ্রিয় প্রোড্রাক্ট আইপ্যাড (iPad) এবং ম্যাকবুক (MacBook) তৈরির জন্য এই মুহূর্তে কোনওভাবেই ভারতে ম্যানুফ্যাকচারিং ইউনিট (Manufacturing Unit) খুলবে না। অদূর ভবিষ্যতে কী হবে, তা জানা নেই, তবে অ্যাপল আপাতত রাজি নয়। 

আরও পড়ুন: NMACC Opening : ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’ এর উদ্বোধনে চাঁদের হাট 

দুনিয়ার অন্যতম অগ্রণী উদ্ভাবনী সংস্থা (World’s Leading Innovative Company) হিসেবে অ্যাপলের সুনাম (Reputation) রয়েছে। চীনে উৎপাদন ও কর্মী সংক্রান্ত নানান সমস্যার কারণে সেদেশে আইফোন উৎপাদন কমিয়েছে মার্কিন টেক জায়ান্ট। পরিবর্তে ভারতমুখী হয়েছে অ্যাপল। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট বলছে, এবার তথ্য-প্রযুক্তি সংক্রান্ত প্রোডাকশন-লিঙ্কড স্কিম [IT Hardware Production-Linked Incentive (PLI) scheme]-এ সংশোধন আনা হয়েছে। কেন্দ্র সরকার চেয়েছিল, এই স্কিমে অ্যাপলকে অন্তর্ভুক্ত করতে। মার্কিন সংস্থাকে আহ্বান জানানো হয়েছিল, আইপ্যাড এবং ম্যাকবুকের জন্য ভারতে প্রোডাকশন ইউনিট (Production Unit) খুলুক সংস্থা। কিন্তু অ্যাপল জানিয়ে দিয়েছে, আপাতত তাদের এরকম কোনও ব্যবসায়িক সিদ্ধান্ত নেই। 

যদিও ভারত সরকার হাল ছাড়তে রাজি নয়। সরকারি সূত্রে খবর, অ্যাপল বর্তমানে নিমরাজি হলেও, কেন্দ্র সরকার আশা রাখছে, ভবিষ্যতে মার্কিন সংস্থা তাদের সিদ্ধান্ত বদল করবে। তার কারণ হলো, অন্যান্য পিএলআই স্কিমের ক্ষেত্রে যেখানে ছয় বছর সময় দেওয়া হয়, এক্ষেত্রে কেন্দ্র সরকার ইনসেন্টিভের (Incentive) জন্য আট বছর দেওয়ার কথা বলেছে। লক্ষ্যমাত্রা পূরণের পর ইনসেন্টিভ পাওয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থা আবেদন করতে পারবে। অর্থাৎ এই স্কিমের আওতায় অ্যাপল ভারতে ছয় বছর ব্যবসা করার পর ইনসেন্টিভ অর্থাৎ আর্থিক সুযোগ-সুবিধা পাওয়ার জন্য অতিরিক্ত আরও দু’বছর সময় পাবে। 

মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের দেওয়া তথ্য অনুসারে, অ্যাপলের অর্থবর্ষ (Fiscal Year of Apple) শেষ হয় প্রতি বছর সেপ্টেম্বর মাসে। ২০২২ সালের সেপ্টেম্বরে সংস্থার বিশ্বব্যাপী ব্যবসার (Global Turnover) মোট মূল্য ছিল ৩৯৪ বিলিয়ন মার্কিন ডলার (USD)। এর মধ্যে শুধুমাত্র আইফোন বিক্রি থেকে এসেছে ২০৫ বিলিয়ন মার্কিন ডলার। ফলে আপাতত আইফোনের ব্যবসা বৃদ্ধির দিকে জোর দিতে চায় সংস্থা। ভারতে ইদানিং আইফোনের চাহিদা বেড়েছে। সমীক্ষা বলছে, আগামী দিনে আইফোনের চাহিদা আরও বাড়তে পারে। আগে ভারতীয়রা বাজেট মডেলের (Budget Model) কিংবা ২-৩ বছরের পুরনো আইফোন কিনতেন। সেই ট্রেন্ড এখন বদলেছে। ভারতীয়রা এখন ফ্ল্যাগশিপ মডেলের (Flagship Model) আইফোন কিনছেন এবং নতুন লঞ্চ হওয়া সিরিজের আইফোনও কিনছেন।  

অ্যাপলের আইফোন নির্মাণকারী সংস্থা হলো ফক্সকন (Foxcon)। ভারতে তারাই ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলেছে। এই সংস্থার চীনের হাব রয়েছে। কিন্তু বিষয় হলো, আইপ্যাড বা ম্যাকবুক উৎপাদনের তাইওয়ানের এই সংস্থার কাছে কোনও বরাত নেই। বরং আইপ্যাড ও ম্যাকবুক তৈরি করে চাইনিজ ভেন্ডর বিওয়াইডি ইলেক্ট্রনিক ইন্টারন্যাশনাল (BYD Electronic International)। ফলে এই দুই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ব্যবসাকে ভারতমুখী করতে হলে হয় তাইওয়ানের সংস্থা (Taiwanese Company) ফক্সকনকে বরাত দিতে হবে, আর নাহলে বিওয়াইডি ইলেক্ট্রনিক ইন্টারন্যাশনালকে চীন (China) ছেড়ে ভারতে আসার জন্য রাজি করাতে হবে। অ্যাপল আপাতত সেই পথে হাঁটতে রাজি নয়। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Narendra Modi | ভোট আবহে বর্ধমান, কৃষ্ণনগর ও বোলপুরে সভা করলেন মোদি
08:25
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | কার দখলে বিষ্ণুপুর? জয় নিয়ে আশাবাদী দুই শিবির
02:15
Video thumbnail
CV Anand Bose | 'রাজভবনে আরও ষড়যন্ত্র হচ্ছে', অডিয়ো বার্তা রাজ্যপালের
05:31
Video thumbnail
Top News | 'অনেক আগেই এটা করা উচিত ছিল', তৃণমূলে পদহীন কুণাল, বিস্ফোরক পার্থ চ্যাটার্জি
42:57
Video thumbnail
Howrah | হাওড়ার বাঁকড়ায় গুলি চালায় ৩ দুষ্কৃতী, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ
02:04
Video thumbnail
Narendra Modi | বর্ধমানের পর কৃষ্ণনগরে মোদি, কী বললেন প্রধান মন্ত্রী, দেখুন ভিডিও
20:36
Video thumbnail
পায়ে পায়ে ধর্মযুদ্ধে | আজ বীরভূমে মোদি-অভিষেক
05:40
Video thumbnail
Narendra Modi | ভোট আবহে বর্ধমানের সভা থেকে কী বললেন মোদি, দেখুন ভিডিও
27:17
Video thumbnail
Rahul Gandhi | অমেঠী নয়, মা সনিয়ার কেন্দ্র রায়বরেলী থেকে প্রার্থী রাহুল
05:30
Video thumbnail
Raj Bhaban | রাজভবনে পুলিশের প্রবেশে 'নিষেধাজ্ঞা', বৃহস্পতিবার রাতে বিবৃতি রাজভবনের
03:14