কলকাতা: বিরোধী দলগুলোর থেকে তৃণমূলের (TMC) বেশি ক্ষতি করছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। মুখ খুললেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলার শুনানির জন্য শুক্রবার নগরদায়রা আালতে হাজির করানো হয় পার্থকে। সেখানে এই কথা বলেন তিনি। ইতিমধ্যে তৃণমূলের তরফে প্রেস বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, তৃণমূলের সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কুণালকে। এরপর তৃণমূলের তারকা প্রচারকের তালিকা থেকে বাদ পড়েন তিনি। জানা গিয়েছে, শীর্ষ নেতৃত্বের সায়েই কুণালকে অপসারণ করা হয়।
এই বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমি যখন বাইরে ছিলাম, তখন বলেছিলাম, বিরোধী দলগুলোর চেয়ে কুণাল ঘোষ আমাদের দলে থেকে দলের সবচেয়ে বেশি ক্ষতি করছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ২০২২ সালের ২৩ জুলাই পার্থকে গ্রেফতার করেছিল ইডি। উল্লেখ্য, পার্থ গ্রেফতার হওয়ার পরে কুণাল বলেছিলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মধ্যে পার্থও ছিলেন। আমার জেল জীবনে যা যা হয়েছিল আমি যখন বলেছিলাম চক্রান্ত তখন এই পার্থ এবং কেউ কেউ বলেছিলেন আমি নাকি পাগল। পার্থ আমায় দলবিরোধীও বলেছিলেন। অথচ এই পার্থই তখন থেকে অপা, অমুক, তমুক করে বেরিয়েছেন।
আরও পড়ুন: নিজাম প্যালেসে শেখ সিরাজকে হাজিরার নির্দেশ
পরে এদিন সাংবাদিকদের প্রশ্ন পার্থ চট্টোপাধ্যায় বলেন, যা বলার সকালে বলেছি। কুণাল ঘোষ আগে চিটফান্ডের হিসেব দিক। জেলে এসে জানতে পেরেছি ও কত ঘৃণ্য কাজ করেছে।
আরও খবর দেখুন