skip to content
Wednesday, July 3, 2024

skip to content
Homeআন্তর্জাতিকElon Musk: মার্কিন সরকারের চাপেই আড়াই লক্ষ টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে

Elon Musk: মার্কিন সরকারের চাপেই আড়াই লক্ষ টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে

Follow Us :

নিউ ইয়র্ক: চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন টুইটার কর্ণধার এলন মাস্ক (Twitter chief Elon Musk)। গত ডিসেম্বরে একাধিক সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট বাতিল কিংবা সাসপেন্ড (Twitter Account Cancel or Suspend) করার পিছনে নির্দেশ ছিল খোদ মার্কিন সরকারের (US Government)। মার্কিন ধনকুবেরের দাবি, সাংবাদিক এবং কানাডিয়ান আধিকারিক (Journalist and Canadian Officials) মিলিয়ে আড়াই লক্ষ টুইটার ইউজারের অ্যাকাউন্ট সাসপেন্ড করতে বলেছিল মার্কিন কর্তৃপক্ষ (US Authority )। মঙ্গলবার (৩ জানুয়ারি) ম্যাট তাব্বি নামের এক সাংবাদিক একটি টুইট করেছিলেন। সেখানে তিনি অনেক তথ্য দিয়েছেন। তারই প্রত্যুত্তরে মাস্ক টুইট করেন, “সাংবাদিক ও কানাডিয়ান আধিকারিক সহ মার্কিন সরকারের এজেন্সি আড়াই লক্ষ অ্যাকাউন্ট সাসপেন্ড করার দাবি জানিয়েছিল।”  

আরও পড়ুন: Drunk Man Urinates On Woman: মদ্যপ ব্যক্তির প্রস্রাব সহযাত্রী মহিলার গায়ে  

টুইটার সময়ে সময়ে বিশদ বিবরণ (Detailed Report) প্রকাশ করে। নতুন প্রকাশিত যে বিবরণটি সাংবাদিক তাব্বি প্রকাশ করেছেন, সেটা থেকে এটা পরিষ্কার যে মার্কিন সরকার এবং টুইটারের মধ্যে বেশ ভালোই যোগাযোগের সম্পর্ক রয়েছে। মার্কিন সরকার টুইটার কর্তৃপক্ষকে (Twitter Authority) বেশ কিছু দাবি জানিয়ে অনুরোধও করেছে। টুইটার সেই মতোই অ্যাকাউন্ট সাসপেন্ড করেছে। 

তবে ওই সাংবাদিক যে খবরটি প্রকাশ্যে এনেছেন, সেটি হল মার্কিন সরকার টুইটার কর্তৃপক্ষকে চাপ দিয়েছে তাদের দাবি মানার জন্য। মার্কিন কর্তৃপক্ষের বক্তব্য হল, কংগ্রেসের (US Congress) সঙ্গে হাতে হাত মিলিয়ে টুইটারকে কাজ করতে হবে এবং এই প্ল্যাটফর্মে যে সমস্ত রাশিয়ান (Russian) রয়েছেন, তাঁদেরকে খুঁজে বের করতে হবে। তবে শুধু রাশিয়ান নয়, সাসপেন্ড হওয়া আড়াই লক্ষ অ্যাকাউন্টের মধ্যে চীনা কূটনীতিবিদদেরও (Chinese Diplomats) অ্যাকাউন্ট রয়েছে। 

RELATED ARTICLES

Most Popular