skip to content
Thursday, July 4, 2024

skip to content
HomeদেশJK Tourism: ভূস্বর্গে আপনি ঘুরতে গিয়েছিলেন? তাহলে এই রেকর্ডটা জেনে নিন

JK Tourism: ভূস্বর্গে আপনি ঘুরতে গিয়েছিলেন? তাহলে এই রেকর্ডটা জেনে নিন

Follow Us :

২০২২ সাল শেষ হতে এখনও কয়েকমাস বাকি। তার আগেই সুখবর জানা গেল। সেই সুখবর হল জম্মুকাশ্মীরে ঢল নেমেছে পর্যটকের। কেন্দ্রীয় সরকারের দাবি, চলতি বছরে এপর্যন্ত ১ কোটি ৬২ লক্ষ পর্যটক জম্মুকাশ্মীর ভ্রমণ করেছেন। স্বাধীনতার ৭৫ বছরের মধ্যে এই প্রথম বিপুল পরিমাণ পর্যটক জম্মুকাশ্মীর সফরে এলেন। বলাবাহুল্য, এর ফলে ভূস্বর্গের পর্যটন ব্যবস্থায় অভূতপূর্ব জোয়ার এসেছে। সেইসঙ্গে উপত্যকার মানুষের ব্যাপক হারে কর্মসংস্থানের ব্যবস্থাও হয়েছে।

এবছর বিপুল সংখ্যক পর্যটক জম্মুকাশ্মীর সফরে যাওয়ার তথ্য জানিয়ে কেন্দ্রীয় সরকার উন্নয়নের ঢাক পেটাচ্ছে। কেন্দ্রের দাবি, গত কয়েকমাসে উপত্যকায় পর্যটকের ঢল নেমেছে কেন্দ্রীয় সরকার পর্যটন শিল্প খাতে উপত্যকায় এপর্যন্ত ৭৮৬ কোটি টাকা বরাদ্দ করার ফলেই। 

এই দাবির পাশাপাশি কেন্দ্রীয় সরকার এও জানিয়েছে, গত কয়েক দশক ধরে উপত্যকার অবস্থা ছিল করুণ। বলার মতো পরিকাঠামোগত কোনও উন্নয়নই হয়নি। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জমানায় উধমপুর-শ্রীনগর-বারামুল্লায় রেল সংযোগ তৈরি হয়েছে। সেই কাজও দ্রুতগতিতে বাস্তবায়িত হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত করতে ব্যয় হয়েছে ১ হাজার ৩২৭ কোটি টাকা। 
ভূস্বর্গ এখন লক্ষ লক্ষ পর্যটকের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার আর একটি কারণ হল জম্মুকাশ্মীরের আইন-শৃঙ্খলা ব্যবস্থা তুলনায় অনেকটা ভালো হওয়াও। কেন্দ্রীয় সরকারের দাবি এমনটাই। কেন্দ্রীয় সরকারের দাবি, এবছর দেশ ও বিদেশের নানা প্রান্ত থেকে রেকর্ড পরিমাণ পর্যটক এসেছেন লাদাখেও।

আরও পড়ুন: ED Summons: মানিক ঘনিষ্ঠ তাপসকে ফের তলব ইডির 

কেন্দ্রের আরও দাবি, বেশ কিছু আন্তর্জাতিক উড়ান সরাসরি জম্মুকাশ্মীরে চলাচল করছে। ফলে পর্যটকদের আসা-যাওয়া ব্যাপার খুবই সুবিধাজনক হয়েছে। প্রতিদিন হাজার হাজার পর্যটক বিমানে চেপে অবতরণ করেছেন জম্মুকাশ্মীরে।

RELATED ARTICLES

Most Popular