skip to content

skip to content
HomeখেলাMark Boucher: আইপিএলে রোহিত শর্মাদের হেড কোচ হচ্ছেন মার্ক বাউচার

Mark Boucher: আইপিএলে রোহিত শর্মাদের হেড কোচ হচ্ছেন মার্ক বাউচার

Follow Us :

আইপিএলে মুম্বই ইন্ডিয়ন্সের হেড কোচ হচ্ছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটার মার্ক বাউচার। মাহেলা জয়বর্ধনের জায়গায় বর্তমানে দক্ষিণ আফ্রিকা দলের কোচ মার্ক বাউচার-কে দায়িত্বে আনলেন আম্বানি-রা। ক দিন আগেই বাউচার জানিয়ে দিয়েছিলেন, টি-২০ বিশ্বকাপের পর তিনি আর দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়াবেন। তখন থেকেই মুম্বই ইন্ডিয়ন্সের কোচ হিসেবে বাউচারের নাম নিয়ে জল্পনা ছিল। মাহেলা জয়বর্ধনের কোচিংয়ে তিনবার রোহিত শর্মা-রা তিনবার আইপিএল ট্রফি জিতেচিলেন। এবার বাউচারের দায়িত্ব হবে রোহিতদের ব্যর্থতার রাস্তা থেকে সাফল্যের সরণীতে নিয়ে যাওয়া। দক্ষিণ আফ্রিকার কোচ হিসেব গত তিন বছরে বেশ ভাল করেন বাউচার। তরুণ ক্রিকেটারদের নিয়ে দক্ষিণ আফ্রিকা দলে লড়াকু মেজাজ আমদানি করেছেন এক সময় দুনিয়ার অন্যতম উইকেটকিপার-ব্যাটার বাউচার।

আরও পড়ুন-চোট সারিয়ে বিশ্বকাপ দলে আফ্রিদি

আইপিএলের ইতিহাসে সফল ফ্র্যাঞ্চাইজি হলেও, গত মরসুমে একবারে হতাশজনক ফল করে রোহিত শর্মা-র নেতৃত্বে খেলা মুম্বই ইন্ডিয়ন্স। হার্দিক পান্ডিয়া সহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে নিলামের আগে ছেড়ে দেওয়া, নতুনরা এসে সেভাবে কিছু করতে না পারায় গতবার ভরাডুবি হয়েছিল আইপিএলের হাই-প্রোফাইল মুম্বই ফ্র্যাঞ্চাইজির। 

RELATED ARTICLES

Most Popular