skip to content
Thursday, July 4, 2024

skip to content
HomeদেশBudget Session: খোলা মনে বিতর্ক করুন, বিরোধীদের আহ্বান প্রধানমন্ত্রীর

Budget Session: খোলা মনে বিতর্ক করুন, বিরোধীদের আহ্বান প্রধানমন্ত্রীর

Follow Us :

নয়াদিল্লি: সোমবার থেকে সংসদে শুরু হতে চলেছে বাজেট অধিবেশন (Budget Session 2022)৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জবাবি ভাষণের পরই শুরু হবে অধিবেশন৷ তার আগে রীতি মনে সংসদের সেন্ট্রাল হলের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধিবেশনে সব সাংসদের অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Budget Session)৷ তিনি বলেন, ‘খোলা মনে আলোচনা করার সেরা সুযোগ বাজেট অধিবেশনে পাবেন সাংসদরা৷ আমি আশা করব সব দলই ভারতের উন্নয়নে খোলা মনে আলোচনা করবে৷’ পাশাপাশি তিনি বলেন, ‘সংসদের অধিবেশন নির্বাচনের প্রভাব এসে পড়ে৷ কিন্তু নির্বাচনকে দূরে সরিয়ে বাজেট অধিবেশনে সবাই অংশ নিন৷’

তবে পেগাসাস, বেকারত্ব-সহ একাধিক ইস্যুতে সংসদের ভিতর সরকারকে চেপে ধরার কৌশল নিয়েছে বিরোধীরা৷ বাজেট অধিবেশনের ঠিক আগে পেগাসাস নিয়ে নিউ ইয়র্ক টাইমসের তদন্তমূলক একটি রিপোর্ট সামনে আসে৷ তাতে বলা হয়েছে, ইজরায়েলের কাছ থেকে পেগাসাস কিনেছিল মোদি সরকার৷ দুই দেশের মধ্যে সামরিক অস্ত্র কেনার যে চুক্তি হয়েছিল তাতে ইজরায়েলের স্পাইওয়্যার পেগাসাস কিনেছিল ভারত৷ ওই রিপোর্টকে হাতিয়ার করে ইতিমধ্যে বিরোধীরা মোদি সরকারের বিরুদ্ধে দেশের মানুষের উপর নজরদারি চালানোর অভিযোগ এনেছে৷ রাহুল গান্ধীর অভিযোগ, সাংবিধানিক প্রতিষ্ঠান, রাজনীতিক এবং নাগরিকদের উপর গুপ্তচরবৃত্তি করতে পেগাসাস কিনেছে মোদি সরকার৷ এই তরজা এবার সংসদের ভিতর টেনে আনতে চায় বিরোধীরা৷ গতবারও পেগাসাস নিয়ে বিরোধীরা আলোচনা চেয়েছিল৷ কিন্তু সরকার রাজি হয়নি৷ পূর্ব অভিজ্ঞতা থেকে বিরোধীদের বক্তব্য, প্রধানমন্ত্রী যতই খোলা মনে আলোচনার কথা বলুক না কেন, সরকারই কোনও বিষয়ে আলোচনা চায় না৷

তাছাড়া বাজেট অধিবেশনের প্রথম দু’দিন ‘জিরো আওয়ার’ ও প্রশ্নোত্তর পর্ব থাকছে না৷ বিরোধীদের দাবি, এভাবে তাঁদের প্রশ্ন করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে৷ এবার দু’দফায় চলবে অধিবেশন৷ প্রথম পর্বের অধিবেশন ৩১ জানুয়ারি শুরু হয়ে চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত৷ দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা ১৪ মার্চ৷ চলবে ৮ এপ্রিল পর্যন্ত৷ ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন৷

RELATED ARTICLES

Most Popular