Placeholder canvas

Placeholder canvas
HomeদেশPM Modi: মোদি আমলে দেশে ব্যাঙ্ক বন্ধের নয়া রেকর্ড, প্রচারের আড়ালে ক্ষতির...

PM Modi: মোদি আমলে দেশে ব্যাঙ্ক বন্ধের নয়া রেকর্ড, প্রচারের আড়ালে ক্ষতির অঙ্ক বিশাল

Follow Us :

আপনারও কি ধারণা যে ভারতে ব্যাঙ্কিং ব্যবস্থা (Banking System) বাড়ছে? ব্যাঙ্কের আরও নতুন নতুন শাখা (New Branches of Banks) খুলছে গোটা দেশ জুড়ে? প্রধানমন্ত্রী জনধন যোজনা (Pradhan Mantri Jan Dhan Yojana) সহ নানান সরকারি প্রচারে কি এমনই মনোভাব তৈরি হয়েছে আপনার? কিন্তু, এটা বলতেই হচ্ছে, আপনি প্রচারে বিভ্রান্ত হয়েছেন। সত্যিটা হল, মোদিজির আমলে (PM Narendra Modi Era) রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের (Public Bank) এত শাখা বন্ধ হয়েছে, যে সেটা এক নয়া রেকর্ড গড়েছে।  

ব্যাঙ্কিং ব্যবস্থার সুযোগ সারা দেশে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) আমলে ব্যাঙ্ক শিল্প জাতীয়করণের (Nationalization) মতো বড় পদক্ষেপ নেওয়া হয়েছিল। সারা দেশে, বিশেষ করে গ্রামাঞ্চলে (Rural Areas) গড়ে উঠেছিল ব্যাঙ্কের হাজার হাজার শাখা। মনমোহন সিংহের (Manmohan Singh) আমল পর্যন্ত এই ধারাটিই চলেছে। তবে, হঠাৎই ধারা বদল মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পরে। একদিকে প্রধানমন্ত্রী জনধন যোজনাকে সামনে রেখে প্রচারের ঢক্কানিনাদ, নোটবাতিলের (Demonetization) ভূমিকম্প, তার উপর হঠাৎ জিএসটি (GST) চালু করে ছোট-মাঝারি শিল্পের নাভিশ্বাস ওঠার পথ প্রশস্ত করা। অন্যদিকে তখনই নিঃশব্দে চলেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা কমিয়ে ফেলা। এনডিএ সরকারের (NDA Government) প্রথম দফায় হাজার হাজার শাখা বন্ধ হয়েছে। এখন জানা যাচ্ছে, একই রকমভাবে তালা ঝোলানোর প্রক্রিয়া জারি আছে মোদিজির দ্বিতীয় দফাতেও।

আরও পড়ুন: Murshidabad Teen found hanging: ফেসবুক রিলস বানাতে বাধা, অভিমানে আত্মঘাতি মুর্শিদাবাদের কিশোরী

একনজরে মোদিজির প্রথম দফায় ব্যাঙ্ক বন্ধের তথ্য-কাহিনি: 

* ২০১৯ সালের নভেম্বরে তথ্য জানার আবেদনে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা বন্ধের তথ্য জানায় আরবিআই
* আরটিআই দরখাস্তকারী চন্দ্রশেখর গৌড়-এর প্রশ্নের জবাবে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India – RBI) এসব তথ্য জানিয়েছিল
* আরবিআই-এর তথ্যে জানা যায়, মোদিজি আসার পর থেকেই ব্যাঙ্কের শাখা বন্ধের কাজ জোরকদমে চলছে
* ২০১৪ থেকে ২০১৯: এই পাঁচ আর্থবর্ষে ৩ হাজার ৪০০ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা বন্ধ হয়েছিল অথবা অন্য শাখার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল
* বন্ধ হওয়া শাখাগুলির শতকরা ৭৫ ভাগ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India – SBI)
* ২০১৪-১৫ সালে ২৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তাদের ৯০টি শাখা বন্ধ করে অথবা মিশিয়ে দেয়
* পরের বছর বন্ধ হওয়া শাখার সংখ্যা দাঁড়ায় ১২৬
* ২০১৬-১৭ সালে ২৫৩টি শাখা বন্ধ করা হয়
* ওই বছরেই হয়েছিল নোটবন্দি
* ২০১৭-১৮ সালে উদ্বেগজনকভাবে আরও ২,০৮৩টি শাখা বন্ধ হয়ে যায়
* মোদিজির প্রথম দফার শেষ বছর ২০১৮-১৯ সালে নতুন ৮৭৫ শাখা ছেঁটে ফেলা হয়েছিল

আরও পড়ুন: Kolkata Metro: এবার মেট্রোয় মনোরঞ্জন, টিভির পর্দায় চোখ রেখে কাটবে সময়  

২০১৯ সালে নরেন্দ্র মোদি দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হন। অর্থমন্ত্রী হয়েছিলেন নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। আবারও সেই একই স্ট্র্যাটেজি। এই সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা কমিয়ে দেওয়া হয়, দশটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে মিশিয়ে (Merger of Banks) চারটি ব্যাঙ্ক করা হয়। শাখা কমাবার প্রক্রিয়াটি চলতেই থাকে।

মোদিজির দ্বিতীয় দফা, ব্যাঙ্কের শাখায় তালা:  

*২০২০-২১ অর্থবর্ষে দেশে ২,২৭১টি ব্যাঙ্ক শাখা কমিয়ে দেওয়া হয়
* এগুলির মধ্যে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে ৮৬টি শাখা
* অন্য শাখার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে ২,১৮৫টি শাখা
* তথ্য জানার অধিকারের আবেদনে ভিত্তিতে এই তথ্য জানিয়েছে আরবিআই
* পরের বছর, ২০২১-২২ সালে ব্যাঙ্কের শাখা কমার গতি আরও বাড়ে
* ৯টি শাখা সম্পূর্ণ বন্ধ, ২,৫৫৭টিকে অন্য শাখার সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে
* ২০২০-২১ ও ২০২১-২২, এই দুই অর্থবর্ষে বছরে ৪,৮৩৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা কমেছে

ব্যাঙ্কিং ক্ষেত্রে আরও খারাপ খবর রয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে দূরন্ত গতিতে চলছে জালিয়াতির (Fradulant) ঘটনা। বিপুল পরিমাণ টাকা ঋণ (Debt) নিয়ে ফেরত দেওয়া হচ্ছে না। ২০২০-২১ সালে ৯,৯৩৩টি জালিয়াতির ঘটনায় ব্যাঙ্কগুলির ক্ষতির বহর ৮১ হাজার ৯২২ কোটি টাকা। পরের অর্থবর্ষে ৭,৯৪০টি জালিয়াতিতে খোয়া যেতে বসেছে ৪০ হাজার ২৯৫ কোটি টাকা। পরিসংখ্যান বলছে, ২০২০-২১ ও ২০২১-২২, এই দুই অর্থবর্ষে দেশের ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ১৭ হাজার ৮৭৩টি জালিয়াতির ঘটনা ঘটেছে। এর জেরে ১ লক্ষ ২২ হাজার ২১৭ কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে ব্যাঙ্কগুলি।  

দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির স্বাস্থ্য ক্রমেই খারাপ হয়ে পড়ছে। অবস্থা সামাল দিতে কয়েকবার পুঁজি জোগাতে হয়েছে কেন্দ্রকে। আদানি-আম্বানির (Adani-Ambani) মতো পছন্দের পুঁজিপতিরা (Investors) লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে বসে আছেন। ঋণ উদ্ধারের শক্তপোক্ত চেষ্টার বদলে চুপচাপ মেনে নেওয়া হচ্ছে সবকিছুই। বিপুল সংখ্যক ব্যাঙ্ক শাখা কমিয়ে গ্রামীণ ও পিছিয়ে পড়া এলাকার মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে বেসরকারি ব্যাঙ্ক বা মহাজনদের (Private Banks or Money-Lenders) দিকে। কিন্তু, প্রচারের ঢক্কানিনাদের ধোঁয়াশা সরিয়ে দিলেই নজর কাড়ে এক নয়া ভারতের ছবি, আদানি-আম্বানির সমৃদ্ধির ছবি, ভয়ঙ্কর বৈষম্যের লাগাম ছেঁড়া পাগলা ঘোড়ার দৌড়। প্রশ্ন উঠছে, তাহলে বৈষম্য ও দারিদ্রতাই (Inequality and Poverty) কি সাধারণ ভারতবাসীর ভবিতব্য?

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Narendra Modi | ভোট আবহে বর্ধমান, কৃষ্ণনগর ও বোলপুরে সভা করলেন মোদি
08:25
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | কার দখলে বিষ্ণুপুর? জয় নিয়ে আশাবাদী দুই শিবির
02:15
Video thumbnail
CV Anand Bose | 'রাজভবনে আরও ষড়যন্ত্র হচ্ছে', অডিয়ো বার্তা রাজ্যপালের
05:31
Video thumbnail
Top News | 'অনেক আগেই এটা করা উচিত ছিল', তৃণমূলে পদহীন কুণাল, বিস্ফোরক পার্থ চ্যাটার্জি
42:57
Video thumbnail
Howrah | হাওড়ার বাঁকড়ায় গুলি চালায় ৩ দুষ্কৃতী, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ
02:04
Video thumbnail
Narendra Modi | বর্ধমানের পর কৃষ্ণনগরে মোদি, কী বললেন প্রধান মন্ত্রী, দেখুন ভিডিও
20:36
Video thumbnail
পায়ে পায়ে ধর্মযুদ্ধে | আজ বীরভূমে মোদি-অভিষেক
05:40
Video thumbnail
Narendra Modi | ভোট আবহে বর্ধমানের সভা থেকে কী বললেন মোদি, দেখুন ভিডিও
27:17
Video thumbnail
Rahul Gandhi | অমেঠী নয়, মা সনিয়ার কেন্দ্র রায়বরেলী থেকে প্রার্থী রাহুল
05:30
Video thumbnail
Raj Bhaban | রাজভবনে পুলিশের প্রবেশে 'নিষেধাজ্ঞা', বৃহস্পতিবার রাতে বিবৃতি রাজভবনের
03:14