skip to content
Thursday, July 4, 2024

skip to content
Homeজেলার খবরPanchayet Vote:  পঞ্চায়েত ভোটের মুখে কৃষকদের দাবি নিয়ে আন্দোলনে নামছে সংযুক্ত কিষাণ...

Panchayet Vote:  পঞ্চায়েত ভোটের মুখে কৃষকদের দাবি নিয়ে আন্দোলনে নামছে সংযুক্ত কিষাণ মোর্চা

Follow Us :

কলকাতা: রাজ্যে ক্ষুদ্র চাষীরা কৃষিকাজে উৎসাহ হারাচ্ছেন। সেজন্য অকৃষি জমির পরিমাণ বাড়ছে। গ্রামে গরিব সেই চাষীর দুরবস্থার সুযোগে চড়া সুদে টাকা ধার দিচ্ছে মাইক্রো ফিনান্স সংস্থা। যার ফলে সর্বসান্ত হচ্ছেন কৃষকরা। এমনই অভিযোগ তুলে পঞ্চায়েত ভোটের মুখে কৃষকদের (Farmer) দাবি দাওয়া নিয়ে রাজ্যে আন্দোলনে নামার ঘোষণা করল সংযুক্ত কিষাণ মোর্চা। কৃষকদের দাবি পূরণে তারা বিক্ষোভ সমাবেশের ডাক দিল। বৃহস্পতিবার একটি সংবাদিক সম্মেলনে এমনই জানিয়েছেন মোর্চা নেতৃত্ব। 
রাজ্যপাল ও রাষ্ট্রপতিকে কৃষকদের দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হবে। তাদের দাবিগুলি হল, এমএসপি আইন প্রণয়ন, বিদ্যুৎ বিল বাতিল, শহীদ কৃষক পরিবারকে ক্ষতিপূরণ। তাছাড়া, কৃষকদের উপর থেকে মামলা প্রত্যাহার সহ অন্যান্য দাবিতে আন্দোলনে সংযুক্ত কিষাণ মোর্চা(Sanjukto Kishan Morcha)। আগামী ২৬ নভেম্বর রাজভবন (Rajbhawan) চলো কর্মসূচির ডাক দিয়েছে মোর্চা। ওই দিন শহরের শিয়ালদহ ও হাওড়া দুটি জায়গা থেকে কৃষকরা মিছিল করে রাণী রাসমণি অ্যাভিনিউতে জমায়েত করবেন। তারপর তাদের এক প্রতিনিধিদল রাজভবনে গিয়ে স্মারকলিপি জমা দেবে।

আরও পড়ুন: Covid 19: গবেষণা বলছে, কোভিড-১৯ শিশুদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি বাড়াচ্ছে! 
সংযুক্ত কিষাণ মোর্চার বক্তব্য, রাজ্যে গ্রামে-গঞ্জে চড়া সুদে টাকা ধার দিয়ে বিভিন্ন মাইক্রোফিনান্স সংস্থা জাল ছড়িয়েছে। যাতে সর্বস্বান্ত হচ্ছেন গরিব সাধারণ মানুষ। কৃষক পরিবারকে ৩০% সুদে ঋণ (loan) দিয়ে সর্বসান্ত করে দিচ্ছে তারা। অবিলম্বে রাজ্য সরকারের এই ব্যাপারে হস্তক্ষেপের দাবি জানাচ্ছে মোর্চা। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারের কাছেও বেশ কিছু দাবি দাওয়া নিয়ে সরব হবে কিষাণ মোর্চা।
ওই সংগঠনের বক্তব্য, কৃষকদের অবস্থা খুব খারাপ। প্রান্তিক চাষীরা মাঠে নামছেন না। ফলে রাজ্যে অকৃষি জমির পরিমাণ বাড়ছে। যতক্ষণ না কৃষকদের দাবি-দাওয়া পূরণ হচ্ছে, ততদিন সারা বছরব্যাপী আন্দোলনে শামিল হবেন কৃষকরা। ওয়াকিবহাল মহলের মতে, সামনেই পঞ্চায়েত ভোট। যেখানে প্রধান ভরসা কৃষকরাই। ভোটের আগে সব সংগঠনই রাজ্যে সক্রিয়তা বাড়াচ্ছে। 

RELATED ARTICLES

Most Popular