Placeholder canvas

Placeholder canvas
HomeদেশSRK to Modi | শাহরুখ, অক্ষয়, রজনীর শুভেচ্ছা মোদিকে, জবাবে কী বললেন...

SRK to Modi | শাহরুখ, অক্ষয়, রজনীর শুভেচ্ছা মোদিকে, জবাবে কী বললেন প্রধানমন্ত্রী?

Follow Us :

নয়াদিল্লি: সংসদের নতুন ভবনের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান, অক্ষয় কুমার ও রজনীকান্ত। নতুন ভবনের একটি ভিডিয়ো পোস্ট করে শাহরুখ লিখেছেন, সর্বধর্মের মানুষের মিলনক্ষেত্র হয়ে উঠুক গণতন্ত্রের এই নতুন ভবন। প্রধানমন্ত্রীও সকলকে ধন্যবাদজ্ঞাপক প্রতি জবাব জানিয়েছেন অভিনন্দনের। শাহরুখ ও অক্ষয় কুমারের ভিডিয়ো পোস্ট ছাড়াও প্রবীণ অভিনেতা রজনীকান্ত মোদিকে তামিল দণ্ড সেঙ্গলকে ভবনে প্রতিষ্ঠা দেওয়ায় ধন্যবাদ জানান।

জবাবে মোদি বলেছেন, নতুন ভবন গণতন্ত্রের শক্তি, সমৃদ্ধি এবং বিকাশের প্রতীক। শাহরুখ ও অক্ষয় যেভাবে আবেগতাড়িত বক্তব্য রেখেছেন তাতে দেশের মানুষ গর্ববোধ করবেন। শাহরুখ ‘স্বদেশ’ সিনেমার সুরকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করে বলেছেন, নতুন সংসদ ভবন। আমাদের আশা-আকাঙ্ক্ষার নতুন ঘর। আমাদের সংবিধানকে যাঁরা উচ্চে তুলে ধরেন তাঁদের নতুন গৃহ। যেখানে ১৪০ কোটি ভারতীয় এক পরিবার হয়ে মিশে যায়। এই নতুন ভবন এত বিশাল হয়ে উঠুক যেখানে দেশের প্রতিটি গ্রাম, শহর, প্রতিটি কোণার মানুষের ঠাঁই হতে পারে। সব জাত-ধর্মের মানুষকে আলিঙ্গন করে নিক এই নতুন ভবন। আমার অন্তরের প্রার্থনা এই যে, গণতন্ত্রের আত্মা যেন এই নয়া ভবনে আরও বলিষ্ঠ হয়ে উঠতে পারে। ক্যাপশনে ‘বাদশাহ’ লিখেছেন, নতুন সংসদ ভবন নতুন ভারতের জন্য। যেখানে যুগ যুগ ধরে ভারতের গরিমার স্বপ্ন রয়েছে। জয় হিন্দ! শাহরুখের এই টুইটের জবাবে মোদি লিখেছেন, সুন্দর বর্ণনা। নতুন সংসদ ভবন হল গণতন্ত্রের শক্তি ও বিকাশের প্রতীক। এখানে ঐতিহ্য এবং আধুনিকতার মিশেল রয়েছে।

অভিনেতা অক্ষয় কুমার নতুন ভবনকে ভারতের বিকাশের গাথা বলে অভিহিত করেছেন। তিনিও আজ প্রতিটি ভারতীয়ের মতো গর্বিত বোধ করছেন। তিনি খুশি প্রকাশ করতে পারছেন না। দিল্লিতে ছোটবেলা কাটানোর স্মৃতি তুলে ধরে বলেছেন, বাবা-মায়ের সঙ্গে যখন ইন্ডিয়া গেট দেখতে যেতাম, চারধারে সব বাড়িগুলিই ছিল ব্রিটিশদের তৈরি। কিন্তু, এটা হল ভারতীয়, আদ্যন্ত দেশজ। আমার হৃদয় আজ গর্বে ভরে উঠছে। সংসদ হল গণতন্ত্রের মন্দির এবং নবভারতের প্রতীক। আজ সত্যিই এক গর্বের দিন। মোদি তাঁকে বলেছেন, আপনি খুব সুন্দরভাবে আপনার ভাবনা ফুটিয়ে তুলেছেন। আমাদের নতুন সংসদ জাতির সমৃদ্ধশালী ঐতিহ্য ও নবযুগের আশাকে প্রতিফলিত করেছে।

আরও পড়ুন: New Parliament Inauguration | নিন্দার ঝড় উপেক্ষা করে সংসদের নতুন ভবন উদ্বোধন মোদির

লোকসভায় স্পিকারের চেয়ারের পাশে তামিল ঐতিহ্য ও পরম্পরার প্রতীক সেঙ্গল স্থাপনের ঘটনায় মোদিকে শুভেচ্ছা ও অভিনন্দন, ধন্যবাদ জানিয়েছেন প্রবীণ অভিনেতা রজনীকান্ত। একে তামিলদের গর্ববোধের দিন বলে উল্লেখ করেন তিনি। হ্যাশট্যাগ দিয়ে রজনীকান্ত লিখেছেন, মাই পার্লামেন্ট মাই প্রাইড।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
TMC | 'সনাতন ধর্ম বিরোধী তৃণমূল', কমিশনে অভিযোগ দায়ের 'দেশ বাঁচাও গণমঞ্চ'-এর
02:12
Video thumbnail
বাংলার ৪২ | তৃতীয়দফা নির্বাচনে চার কেন্দ্রে কোন দল এগিয়ে?
10:18
Video thumbnail
Suvendu-Abhijit | তমলুক থানায় শুভেন্দু-অভিজিতের নামে FIR করলেন অনশনরত শিক্ষকরা
02:48
Video thumbnail
Weather | গরমেও রেহাই নেই তাপপ্রবাহ থেকে, কোথাও জল নেই, কোথাও আবার বিদ্যুৎ বিভ্রাট
01:41
Video thumbnail
Purulia | মধ্যগগনে ভোট, চড়ছে উত্তেজনা, পুরুলিয়ায় পতাকা নিয়ে তৃণমূল-বিজেপি তরজা
03:31
Video thumbnail
TMC | 'তৃণমূল আঘাত পেলে ৭ তারিখের পর দেখে নেব', হুমকির সুর জলঙ্গির তৃণমূল সভাপতির মুখে
01:53
Video thumbnail
Weather | তাপপ্রবাহের সতর্কতার মাঝে বৃষ্টির সম্ভাবনা, রবিবার রাজ্যের সর্বত্র বৃষ্টির সম্ভাবনা
02:28
Video thumbnail
পলিট্রিক্সের গ্রিনরুম | বামফ্রন্ট সরকারের আমলে ত্রয়ীর দাপটের কাহিনি
51:38
Video thumbnail
ধর্মযুদ্ধের দামামা | সাংবাদিক বৈঠক থেকে বিজেপিকে আক্রমন অভিষেকের, কী বললেন সেনাপতি
28:56
Video thumbnail
ISL 2024 | ত্রিমুকুট জয়ের স্বপ্ন অধরাই! আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি
04:30