skip to content
Thursday, July 4, 2024

skip to content
HomeদেশIndians In Ukraine: ১৫-২০ জন ভারতীয় এখনও ইউক্রেনে আটকে: কেন্দ্র

Indians In Ukraine: ১৫-২০ জন ভারতীয় এখনও ইউক্রেনে আটকে: কেন্দ্র

Follow Us :

নয়াদিল্লি: ‘অপারেশন গঙ্গা’ (Operation Ganga) অভিযান গুটিয়ে আনা হলেও, বন্ধ হয়নি৷ ইউক্রেনে এখনও আটকে ভারতীয়রা (Indians In Ukraine)৷ সংখ্যায় কম হলেও সব নাগরিক দেশে ফিরে আসুক, চায় ভারত সরকার৷ আটকে পড়াদের সাহায্যে তাই সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে বিদেশমন্ত্রক (MEA)৷ বৃহস্পতিবার এমনটাই জানালেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি (MEA Spokesperson Arindam Bagchi)৷

ইউক্রেনে আটক ভারতীয়দের দেশে ফেরাতে অপারেশন গঙ্গা অভিযান শুরু করে কেন্দ্র৷ যে অভিযানের মাধ্যমে যুদ্ধধ্বস্ত ইউক্রেন থেকে ২২ হাজার ৫০০ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়৷ বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, অভিযান এখনও বন্ধ হয়নি৷ কেননা যুদ্ধধ্বস্ত ইউক্রেন ছেড়ে এখনও ১৫-২০ জন ভারতীয় বেরিয়ে আসতে পারেননি৷ বিদেশমন্ত্রক সূত্রে খবর, এদের কেউ কেউ দেশে ফিরতে চান না৷ কেউ ফিরতে চাইলেও এমন জায়গায় আছেন যেখান থেকে বেরতে পারছেন না৷ অরিন্দম বাগচি বলেন, ‘দক্ষিণ ইউক্রেনের খারসনে কয়েকজন আটকে আছেন৷ তাদের সবরকমভাবে সাহায্য করা হচ্ছে৷ অপারেশন গঙ্গা এখনও শেষ হয়নি৷ যাঁরা দেশে ফিরতে চান তাঁদের উদ্ধার করে ভারতে ফিরিয়ে আনা হবে৷’

রাশিয়ার সেনা অভিযানের পর ইউক্রেনের কিভ, খারকিভ এবং খারসেনের মতো শহরগুলিতে আটকে পড়েন ভারতীয়রা৷ জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই পায়ে হেঁটে, ট্রেনে পোল্যান্ড সীমান্তে পৌঁছন৷ সেখান থেকে ভারতীয় দূতাবাসের সাহায্যে দেশে ফেরেন৷ অনেককে মানব করিডরের সাহায্যে বের করে আনা হয়৷ যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইউক্রেনের এই উদ্ধার অভিযানই ছিল ভারতের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ৷ কীভাবে এই চ্যালেঞ্জের মোকাবিলা ভারত করে তা গত মঙ্গলবার রাজ্যসভায় জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷

আরও পড়ুন: Russia-Ukraine War: আন্তর্জাতিক আদালতের নির্দেশ অমান্য করে যুদ্ধ জারি রাশিয়ার

তিনি বলেন, দুই দেশের মধ্যে উত্তেজনা যখন বেড়েই চলেছিল, সেই সময় ইউক্রেনের ভারতীয় দূতাবাস রেজিস্ট্রেশন ড্রাইভ শুরু করে৷ তাতে ২০ হাজারের বেশি ভারতীয় নাম নথিভুক্ত করান৷ অধিকাংশই পড়ুয়া৷ দূতাবাসের তরফে অনেক নির্দেশিকা জারি করা হলেও একটা বড় অংশের পড়ুয়া ইউক্রেন ছাড়তে রাজি হচ্ছিল না৷ সরকারের নানা প্রচেষ্টা সত্ত্বেও অনেক পড়ুয়া ইউক্রেনে থেকে যেতে চেয়েছিলেন৷ ভেবেছিলেন, এখান থেকে চলে গেলে পড়াশোনায় ক্ষতি হয়ে যাবে৷ অনেক বিশ্ববিদ্যালয়ও পড়ুয়াদের ক্যাম্পাস ছাড়ার অনুমতি দেয়নি৷ তবে পরিস্থিতির অবনতির পর পড়ুয়ারা ইউক্রেন ছাড়ার সিদ্ধান্ত নেয়৷ রাশিয়ার সীমান্ত ঘেঁষা ইউক্রেনের পূর্বপ্রান্তের শহরগুলির শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে পড়তে গিয়েছিলেন অধিকাংশ ভারতীয় পড়ুয়ারা৷ সেই জায়গাটাই ছিল যুদ্ধের কেন্দ্রবিন্দু৷ তারপর ইউক্রেন সীমান্তবর্তী দেশগুলির সঙ্গে যোগাযোগ করে ভারত সরকার৷ ওই দেশগুলিতে পাঠানো হয় কেন্দ্রীয় মন্ত্রীদের৷ এরপর ধাপে ধাপে অপারেশন গঙ্গার মাধ্যমে ২০ হাজারের বেশি পড়ুয়াকে ফিরিয়ে আনা হয়৷

আরও পড়ুন: Ukraine Russia War : যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে রিয়াল মাদ্রিদের দান এক মিলিয়ন ইউরো

RELATED ARTICLES

Most Popular