skip to content
Friday, June 28, 2024

skip to content
Homeদেশভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, ২৪ ঘণ্টায় মৃত ৯, নিখোঁজ বহু

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, ২৪ ঘণ্টায় মৃত ৯, নিখোঁজ বহু

Follow Us :

দেরাদুন: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড (Uttarakhand)। গত ২৪ ঘণ্টায় সেখানে দুর্যোগের বলি হয়েছেন ৯ জন। বেশ কয়েকজন নিখোঁজ।  মনে করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।  গৌরীকুণ্ডে (Gaurikund) ধসের কারণে মৃত্যুর খবর মিলেছে। বুধবার জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ধস নেমেছিল। যার ফলে বন্ধ হয়ে যায় ওই পথে অমরনাথ যাত্রা। বুধবার রাত থেকে ভারী বর্ষণে জলমগ্ন হৃষীকেশের ধলওয়ালা এবং খারা এলাকা। পরিস্থিতি সামলাতে উদ্ধার কাজে নেমেছে প্রশাসন। বুধবার মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী ( Chief Minister Pushkar Singh Dhami) পরিস্থিতির পর্যালোচনা করেছেন। সমস্ত জেলা ম্যাজিস্ট্রেটকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

ধলওয়ালা এবং খারা-সহ জলমগ্ন এলাকাগুলিতে উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ইতিমধ্যে নিরাপদ স্থানে সরানো হয়েছে ৫০ জনকে। গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডে। সরকারি হিসেবে আহতের সংখ্যা ১২। এক ব্যক্তি নিখোঁজ। পরিস্থিত গুরুত্ব বিচার করে জেলা প্রশাসনকে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পুস্কর সিংহ ধামি। তিনি সব বিভাগকে নিজেদের মধ্যে সমন্বয় রাখতে বলেন।  যাতে দুর্যোগের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। তিনি রুদ্রপ্রয়াগের ডিএমদের সঙ্গে কথা বলেছেন। পাউরি, নৈনিতাল এবং উধম সিং নগর ফোনে এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিপূর্ণ অঞ্চলে যে কোনও পরিস্থিতির উদ্ভব হতে পারে তা মোকাবেলা করার জন্য প্রশাসনিক ব্যবস্থা আগে থেকেই প্রস্তুত রাখতে বলেছে।

আরও পড়ুন: খুব শীঘ্রই ফেসবুক মেসেঞ্জার থেকে বন্ধ হতে চলেছে দরকারি এই ফিচার 

বুধবার ভোররাতে অবিরাম বৃষ্টির মধ্যে ভূমিধসের কবলে পড়ে গৌরীকুন্ড, কেদারনাথ যাত্রার বেস ক্যাম্প। পাঁচ দিনের মধ্যে গৌরীকুণ্ডে এটি দ্বিতীয় ভূমিধস। রুদ্রপ্রয়াগ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা আধিকারিক নন্দেন সিং রাজওয়ার জানিয়েছেন, গৌরীকুন্ড গ্রামের সাহায্যের পাশের খুপরিটি পাহাড় থেকে পাহাড়ে ভূমিধসের কারণে একটি পরিবারের চারজন ধ্বংসস্তূপে চাপা পড়েছিল। ধ্বংসস্তূপ থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন জানকী নামে এক নারী, তার তিন সন্তান।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। শিশুদের টেনে বের করে। এবং তাদের স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যান। আট বছর বয়সী সুইটি এই ঘটনায় বেঁচে গেছে এবং আহতদের চিকিৎসা করা হচ্ছে। তার ছোট বোন পিংকি (৫) এবং আরেকটি ছোট শিশুকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।

আবহাওয়া দফতর আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা দিচ্ছে উত্তরাখণ্ড ও  পড়শি রাজ্য হিমাচল প্রদেশে। পার্শ্ববর্তী হরিয়ানা এবং পাঞ্জাবেও। অন্যদিকে দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে ব্যাপক বৃষ্টিপাত হবে। সতর্ক করা হয়েছে উত্তরপূর্বের অসম, মেঘালয় এবং অরুণাচলকে।   

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Suvendu Adhikari | রাজ্যপাল যা করছেন ঠিক করছেন, শপথ নিয়ে কী বললেন শুভেন্দু?
00:00
Video thumbnail
Rahul Gandhi | Parliament Session | সংসদে রাহুল গান্ধীর মাইক বন্ধ? কে করলেন বন্ধ?
00:00
Video thumbnail
Nitish Kumar | Bihar | নীতীশ কুমারকে নিয়ে বিহার বিজেপিতে অসন্তোষ? বিরাট মন্তব্য বিজেপি নেতার
00:00
Video thumbnail
Bankura | মিড ডে মিলে কাঁকড়াবিছে! বিক্ষোভ স্থানীয়দের
01:40
Video thumbnail
Sayantika-Reyat | CV Ananda Bose | আনন্দ বোসে জটিলতা! ধনখড়কে ফোন বিমানের, শপথ কি আদৌ হবে?
04:09:26
Video thumbnail
Rohit Sharma | ফাইনালে ভারত, ইংল্যান্ডকে হারিয়ে কেঁদেই চলেছেন রোহিত
05:32:46
Video thumbnail
Tufanganj | তুফানগঞ্জে বিজেপি ও তৃণমূল দুই দলের কর্মীর বাড়িতে হামলা
01:12
Video thumbnail
Delhi Airport | মোদি সরকারও, দিল্লি এয়ারপোর্টের মতো ভেঙে পড়বে
05:58:42
Video thumbnail
Lok Sabha | নিট ইস্যুতে উত্তাল সংসদ, বিরোধী দলনেতার মাইক বন্ধ করার অভিযোগ কংগ্রেসের
04:11
Video thumbnail
Calcutta High Court | মিথ্যে মামলা দায়ের, ১০ হাজার টাকা জরিমানা হাইকোর্টের
01:26