skip to content
Thursday, July 4, 2024

skip to content
HomeদেশSrinagar grenade attack: বজ্র আঁটুনির ফস্কা গেরো দেখিয়ে দিল শ্রীনগরে গ্রেনেড হামলা,...

Srinagar grenade attack: বজ্র আঁটুনির ফস্কা গেরো দেখিয়ে দিল শ্রীনগরে গ্রেনেড হামলা, ঘায়েল ৬

Follow Us :

শ্রীনগর: নিরাপত্তার বজ্র আঁটুনির মধ্যেই সাধারণতন্ত্র দিবসের আগের দিন, মঙ্গলবার, জম্মু-কাশ্মীরের শ্রীনগরে গ্রেনেড হামলা চালাল জঙ্গিরা। প্রাণহানির ঘটনা না ঘটলেও গ্রেনেডের আঘাতে ৬ জন ঘায়েল হয়েছেন। আহতদের মধ্যে এক পুলিশ আধিকারক ছাড়া বাকিরা সাধারণ নাগরিক। তাঁদের মধ্যে দু’জন আবার মহিলাও রয়েছেন। সুরক্ষা বাহিনীকেই টার্গেট করেছিল জঙ্গিরা।

সেনা সূত্রে খবর, মঙ্গলবার বেলা সাড়ে ৩টে নাগাদ শ্রীনগরের হরি সিং হাই স্ট্রিটে সেনাদের গাড়িকে নিশানা করেছিল জঙ্গিরা। গ্রেনেডটি লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তায় আছড়ে পড়লে, এক পুলিস আধিকারিক-সহ পথচলতি ৫ সাধারণ নাগরিক আহত হন। আহত তানভির হুসেন পুলিসের এসিপি। আহতদের শ্রীনগরের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেনেড বিস্ফোরণের পর এলাকাটি ঘিরে ফেলেছেন নিরাপত্তারক্ষীরা। জঙ্গিদের খোঁজে আশপাশ অঞ্চলে জোরদার তল্লাশি শুরু হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সুরক্ষা বাহিনী কাউকে গ্রেফতার করতে পারেনি।

আরও পড়ুন : BSF: ৪ লক্ষ কেজি মাদকসহ কোটি কোটি টাকার সোনা উদ্ধার সীমান্তে, বার্ষিক হিসাব পেশ বিএসএফের

সাধারণতন্ত্র দিবসে জঙ্গি হামলার আশঙ্কা থেকে দেশজুড়ে সতর্কতা জারি রয়েছে। দিল্লি, কাশ্মীর-সহ একাধিক জায়গায় হাই অ্যালার্ট রয়েছে। নিরাপত্তার এই কড়াকড়ির মধ্যেও কী করে মঙ্গলবার গ্রেনেড হামলা হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বজ্র আঁটুনির ফস্কা গেরো দেখিয়ে দিল গ্রেনেড হামলা।

RELATED ARTICLES

Most Popular