Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent Newsপ্রধানমন্ত্রী না-হওয়ার বিশ্বরেকর্ড

প্রধানমন্ত্রী না-হওয়ার বিশ্বরেকর্ড

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী হবার প্রস্তাব পেয়েও না হতে পারার বিশ্বরেকর্ড কার? সম্ভবত জ্যোতি বসুর। সাড়ে চারবার তিনি এহেন সম্ভাবনার সামনে দাঁড়িয়েছিলেন, কিন্তু একদিনের জন্যও প্রধানমন্ত্রী হননি। ‘সাড়ে’ কেন বলছি? ক্রমশপ্রকাশ্য। বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার ৪৫ বছর পরে ফিরে দেখা যেতে পারে সেই অদ্ভুত ইতিহাসের দিকে।

৪৫ বছর হয়ে গেল বামফ্রন্ট সরকারের প্রতিষ্ঠার। ১৯৭৭ সালের ২১ জুন প্রথম বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন জ্যোতি বসু। এই সাড়ে চার দশকে গঙ্গা তিস্তা দিয়ে কত জলই না গড়িয়ে গেছে। ভালোর তুলনায় ভালো না লাগার পরিণতিতে রাজ্যবাসী বিদায় দিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারকে। কিন্তু বাম জমানার প্রথম কান্ডারি জ্যোতিবাবুর নানা কীর্তি থেকে গেছে অমলিন। আমাদের সাধারণ চর্চায় ১৯৯৬ সালের ঘটনা ও জ্যোতি বসুর ‘ঐতিহাসিক ভুল’ মন্তব্য বারবার সামনে এলেও আরও অনেক বার দেশের কান্ডারি হবার সুযোগ এসেছিল তাঁর সামনে। ১৯৯০-এ বিজেপি নেতা আদবানী রামমন্দির রথযাত্রা শুরু করেন, দেশ জুড়ে দাঙ্গা শুরু হয়, মাসখানেক পরে আদবানি বিহারে গ্রেফতার হন। সে সময়ের প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিংহ-র সরকার থেকে বিজেপি সমর্থন তুলে নিলে সরকার পড়ে যায়। এহেন ডামাডোলে দেশের হাল ধরার জন্য রাজীব গান্ধি জ্যোতি বসুর কাছে প্রস্তাব পাঠান, এমনটাই জানিয়েছেন প্রাক্তন আমলা অরুণ প্রসাদ মুখোপাধ্যায়, তাঁর লেখা বইয়ে। অরুণবাবু এ রাজ্যের ডিজিপি, পরে সিবিআই-এর ডিরেক্টর, কেন্দ্রে স্বরাষ্ট্র মন্ত্রকের স্পেশাল সেক্রেটারি, তারও পরে স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দ্রজিৎ গুপ্তর উপদেষ্টা হয়েছিলেন। তিনি তাঁর আত্মজীবনীতে লেখেন, একবার নয় অল্প সময়ের ব্যবধানে দু’বার এমন প্রস্তাব করা হয়েছিল।

প্রথম ও দ্বিতীয় প্রস্তাব 

  • বিশ্বনাথ প্রতাপ সরকার পড়ে গেলে কংগ্রেস সক্রিয় হয়ে ওঠে
  • ১৯৯০-এর শেষের দিকে রাজীব গান্ধি প্রধানমন্ত্রী হবার প্রস্তাব পাঠান জ্যোতি বসুকে
  • সিপিএম নেতারা সে প্রস্তাব মানেননি, কংগ্রেসের সমর্থনে প্রধানমন্ত্রী হয়েছিলেন চন্দ্রশেখর সিংহ
  • ৭ মাস পরে কংগ্রেস সমর্থন তুলে নেয়, চন্দ্রশেখর সরকার পড়ে যায় ৬ মার্চ ১৯৯১
  • রাজীব গান্ধি আবার জ্যোতি বসুকে খবর পাঠান, জানিয়েছেন অরুণ প্রসাদ মুখোপাধ্যায়
  • কিন্তু এবারও সিপিএম নেতাদের অধিকাংশ বেঁকে বসেন
  • সরকার গড়া হয় না, চলে আসে ১৯৯১ সালের লোকসভা ভোট

১৯৯১ সালে লোকসভা ভোট চলাকালীন রাজীব গান্ধি খুন হয়ে যান। সহানুভূতির হাওয়ায় কংগ্রেস বেশ ভালো ফল করে, নরসিংহ রাও প্রধানমন্ত্রী হয়েছিলেন। পাঁচ বছর পরে ১৯৯৬-এর ভোটে কংগ্রেসের ফল খারাপ হলে আবার জ্যোতি বসুর কাছে একই প্রস্তাব আসে।

তৃতীয় ও সাড়ে-তৃতীয় প্রস্তাব

  • ১৯৯৬-এ কংগ্রেস সহ প্রায় সব বিজেপি বিরোধী শক্তি জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিল
  • সিপিএম কেন্দ্রীয় কমিটি দু’বার ভোটাভুটি করে সে প্রস্তাব ভেস্তে দিল
  • পরে জ্যোতি বসু বলেছিলেন, ‘ঐতিহাসিক ভুল’
  • বাধ্য হয়ে এইচ ডি দেবগৌড়াকে প্রধানমন্ত্রী বাছা হলো
  • শপথ নেবার ঠিক আগে দেবগৌড়া এক চিঠি লেখেন জ্যোতি বসুকে
  • চিঠিতে তিনি ব্যক্তিগত ভাবে জ্যোতি বসুকে হাল ধরার অনুরোধ করেন
  • কিন্তু দলে সংখ্যালঘু জ্যোতিবাবু তা নিয়ে অগ্রসর হতে চাননি

১৯৯৬ সালে শপথ নেওয়া দেবগৌড়া সরকার বেশিদিন টেকেনি। ১৯৯৭-এ আই কে গুজরাল প্রধানমন্ত্রী হন, ১৯৯৮-এর মার্চে সেটাও পড়ে যায়। সে বছর লোকসভা ভোটে বিজেপি আগের থেকে ভালো ফল করে, প্রধানমন্ত্রী হন বিজেপির অটলবিহারী বাজপেয়ি। কিন্তু ১৩ মাস পরে এআইএডিএমকে সমর্থন তুলে নিলে বাজপেয়ি সরকার পড়ে যায়। এই সময়ে, ১৯৯৯ সালের এপ্রিলে তৃতীয় ফ্রন্টের দলগুলো, বিশেষ করে মুলায়ম সিংহ যাদব আবার জ্যোতি বসুর নাম উত্থাপন করেন। এবার কিন্তু সিপিএম রাজি হয়ে গেল, তবে তখন অনেক দেরি হয়ে গেছে। বারবার প্রত্যাখ্যাত হয়ে কংগ্রেস এবার বেঁকে বসল। জ্যোতিবাবুর প্রধানমন্ত্রী হওয়া হলো না। এর দেড় বছর পরে তিনি মুখ্যমন্ত্রিত্বও ছেড়ে দেন, দিনটা ছিল ২০০০ সালের ৫ নভেম্বর। বাঙালির প্রধানমন্ত্রী হবার স্বপ্ন অধরাই থেকে গেল। ২০২৪-এর লোকসভা ভোটে কি সেই খরা কাটবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি দেশের শীর্ষ নেতৃত্বের আসন পাবেন? উত্তরটার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
TMC | 'সনাতন ধর্ম বিরোধী তৃণমূল', কমিশনে অভিযোগ দায়ের 'দেশ বাঁচাও গণমঞ্চ'-এর
02:12
Video thumbnail
বাংলার ৪২ | তৃতীয়দফা নির্বাচনে চার কেন্দ্রে কোন দল এগিয়ে?
10:18
Video thumbnail
Suvendu-Abhijit | তমলুক থানায় শুভেন্দু-অভিজিতের নামে FIR করলেন অনশনরত শিক্ষকরা
02:48
Video thumbnail
Weather | গরমেও রেহাই নেই তাপপ্রবাহ থেকে, কোথাও জল নেই, কোথাও আবার বিদ্যুৎ বিভ্রাট
01:41
Video thumbnail
Purulia | মধ্যগগনে ভোট, চড়ছে উত্তেজনা, পুরুলিয়ায় পতাকা নিয়ে তৃণমূল-বিজেপি তরজা
03:31
Video thumbnail
TMC | 'তৃণমূল আঘাত পেলে ৭ তারিখের পর দেখে নেব', হুমকির সুর জলঙ্গির তৃণমূল সভাপতির মুখে
01:53
Video thumbnail
Weather | তাপপ্রবাহের সতর্কতার মাঝে বৃষ্টির সম্ভাবনা, রবিবার রাজ্যের সর্বত্র বৃষ্টির সম্ভাবনা
02:28
Video thumbnail
পলিট্রিক্সের গ্রিনরুম | বামফ্রন্ট সরকারের আমলে ত্রয়ীর দাপটের কাহিনি
51:38
Video thumbnail
ধর্মযুদ্ধের দামামা | সাংবাদিক বৈঠক থেকে বিজেপিকে আক্রমন অভিষেকের, কী বললেন সেনাপতি
28:56
Video thumbnail
ISL 2024 | ত্রিমুকুট জয়ের স্বপ্ন অধরাই! আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি
04:30