skip to content
Sunday, June 30, 2024

skip to content
HomeScrollপঞ্চায়েত অফিসে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার দুই
Howrah Panchayat Office Incident

পঞ্চায়েত অফিসে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার দুই

ভরদুপুরে হাওড়া বাঁকড়ার পঞ্চায়েত অফিসে গুলি চলে

Follow Us :

হাওড়া: হাওড়ার (Howrah) বাঁকড়ার (Bankra) পঞ্চায়েত দফতরে (Panchayat Office) ঢুকে প্রধানকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার দুই | ভোলা চক্রবর্তী ও শেখ নবাব | ভোলা চক্রবর্তী হচ্ছে বাঁকড়া ৩ নম্বর তৃণমূলের অঞ্চল সভাপতি ও শেখ নবাব এক পঞ্চায়েত সদস্যের স্বামী | গ্রেফতার করল বাঁকড়াফাঁড়ির পুলিশ | যে চারজন গুলি চালানোর সঙ্গে যুক্ত তাদের খোঁজে চলছে তল্লাশি | এর মধ্যেই ব্যাঙ্গালোরের হাসপাতালে শুয়ে এই ঘটনার মূল মাস্টারমাইন্ড শেখ সাজিদ এর দাবি সে এই ঘটনার বিষয় কিছু জানেন না | তাকে ফাঁসানো হচ্ছে! বাঁকড়া কাণ্ডে অবশেষে মুখ খুললেন ডোমজুরের বিধায়ক কল্যান ঘোষ | শেখ সাজিদ সহ তিনজনকে দল থেকে বহিষ্কার করা হল বলে জানিয়েছেন বিধায়ক | ভোলা চক্রবর্তী ( অঞ্চল সভাপতি ), শেখ আজাদ ( কো চেয়ারম্যান, বাঁকড়া তিন পঞ্চায়েত )

উল্লেখ্য, ভরদুপুরে হাওড়া বাঁকড়ার পঞ্চায়েত অফিসে গুলি চলে। হাওড়ার বাঁকড়ার তিন নম্বর পঞ্চায়েত অফিসে এসে এলোপাথাড়ি গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় আহত হয়েছেন পঞ্চায়েত প্রধানের বাবা। অভিযোগ, তিন থেকে চার রাউন্ড গুলি চালানো হয়েছে। প্রাণে বাঁচতে টেবিলের নীচে আশ্রয় নেন পঞ্চায়েত প্রধান। তাঁকেও প্রাণে মারার চেষ্টা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে ব়্যাফ।

আরও পড়ুন: আগামী বছর কবে মাধ্যমিক, জানুন বিস্তারিত

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular