skip to content
Saturday, June 29, 2024

skip to content
Homeরাজ্যরেখা পাত্রকে বাহাদুর বেটি বলে সম্বোধন মোদির
Narendra Modi

রেখা পাত্রকে বাহাদুর বেটি বলে সম্বোধন মোদির

বসিরহাটের বিজেপি প্রার্থীকে দরাজ সার্টিফিকেট প্রধানমন্ত্রীর

Follow Us :

কলকাতা: অশোকনগরের জনসভায় বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের (BJP Candidate Rekha Patra) প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মঙ্গলবার বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে নির্বাচনী সভায় (Election Meeting) রেখাকে বাহাদুর বেটি  বলে দরাজ সার্টিফিকেট দিলেন প্রধানমন্ত্রী। তিনি রেখাকে মা দুর্গার পূজারি বলেও বর্ণনা করেন। সভায় রেখা ভাষণ দেন। তাঁর ভাষণের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, কী সুন্দর ভাষণ দিলেন রেখা। তৃণমূলে এরকম লোক নেই। 

বিজেপির অন্দরে রেখাকে খোদ প্রধানমন্ত্রীর প্রার্খী বলে ব্যাখ্যা করা হয়। তাঁর নাম বসিরহাটের প্রার্থী হিসেবে ঘোষণা করার পর মোদি দিল্লি থেকে রেখাকে ফোন করেন। প্রার্থী হতে পেরে কেমন লাগছে, জানতে চান মোদি। তিনি রেখার সাহসিকতারও প্রশংসা করেন। 

সন্দেশখালিকাণ্ড (Sandeshkhali Incident) নিয়ে তৃণমূলকে নিশানা করে বসিরহাটের বিজেপি প্রার্থী বলেন, আপনাদের কাছে নতুন করে কিছু বলার নেই। এথানকার মা-বোনেদের কালিমালিপ্ত করা হচ্ছে। আপনাদের এই বোন দু হাজার টাকায় বিক্রি হয়নি। হবেও না। সব সময় আপনাদের পাশে থাকবে। এই প্রতিজ্ঞা করছি। তৃণমূলের যারা মিথ্যা অভিযোগ করে আমার ভাই এবং বোনদের হাজতবাস করাচ্ছে, তার জবাব দেব। মোদিজিকে আবার প্রধানমন্ত্রী করতে হবে। আমি সব সময় থাকব। রং বদলাব না। যা সন্দেশখালিতে হয়েছে, তা পুরো পশ্চিমবঙ্গের মানুষ জেনে গিয়েছেন। তৃতীয়বারের জন্য মোদিজি প্রধানমন্ত্রী হচ্ছেন। এই বসিরহাট ওঁকে আমরা উপহার দেব। 

আরও পড়ুন: রাজ্যের বেহাল দশা, কংগ্রেস, বাম, তৃণমূলকে দুষলেন মোদি

 প্রধানমন্ত্রী বলেন, রাজনীতির মঞ্চে নতুন হলেও রেখা অত্যন্ত সপ্রতিভ। আন্দোলনের ময়দান থেকে তাঁকে তুলে আনা হয়েছে। এক জন গরিবের মেয়েকে সংসদে পাঠাতে বিজেপি কী ভাবে এত বড় পদক্ষেপ করল, তা দেশবাসী দেখল। তৃণমূলের বিরুদ্ধে তিনি লাগাতার লড়াই করে চলেছেন। আমি ওঁর সাহসকে কুর্নিশ জানাচ্ছি। তিনি নারীশক্তির প্রতিনিধিত্ব করছেন। রেখাকে দেখে মনে হয়, তিনি মা দুর্গার পূজারি। 

এদিন মোদি দুর্নীতির ইস্যুতে সবর হন। তিনি বলেন, কেন্দ্রীয় স্তরে ১০ বছরে একটাও দুর্নীতি হতে দিইনি। ১০ বছর আগে গ্যারান্টি দিয়েছিলাম না খাব, না খেতে দেব, তৃণমূলের নেতাদের কাছে যে নোটের পাহাড় দেখা গিয়েছে, সেই সব টাকার হিসেব হবে। কীভাবে ফেরত পাবেন তা আমি দেখছি, আইন তৈরি করে সেই টাকা ফেরত দেব। তিনি বলেন, আদালতের নির্দেশের পর মুখ্যমন্ত্রী বিচারপতি, বিচার ব্যবস্থাকে নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার বিচারপতিদের পিছনে নিজেদের গুন্ডাদের ছেড়ে দেবেন নাকি ? দেশ দেখছে, বাংলায় তৃণমূল কংগ্রেস কীভাবে বিচার ব্যবস্থার গলা চেপে ধরছে। 

দেখুন ভিডিও

RELATED ARTICLES

Most Popular