skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeScrollশীর্ষে ওঠা হল না, ড্র করে তিন নম্বরে মোহনবাগান
ISL 2023-24

শীর্ষে ওঠা হল না, ড্র করে তিন নম্বরে মোহনবাগান

আজকের ম্যাচে মোহনবাগানের সেরা ফুটবলারের নাম শুভাশিস বসু

Follow Us :

ভুবনেশ্বর: আজ জিতলে লিগ টেবিলে শীর্ষস্থান দখল করতে পারত মোহনবাগান (Mohun Bagan SG)। কিন্তু কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসি-র (Odisha FC) সঙ্গে গোলশূন্য ড্র করল তারা। ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট আপাতত আইএসএলে (ISL 2023-24) তিন নম্বরে আন্তনিও লোপেজ হাবাসের দল (Antonio Lopez Habas)। ভুবনেশ্বর থেকে তিন পয়েন্ট নিয়ে হাসিমুখে ফিরতেই পারতেন হাবাস। পারলেন না বলে যাঁকে কাঠগড়ায় দাঁড় করাতে পারেন তিনি আর্মান্দো সাদিকু (Armando Sadiku)। প্রথমার্ধে নিশ্চিত তিনটি গোলের সুযোগ নষ্ট করলেন তিনি।

নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে অ্যাসিস্টের হ্যাটট্রিক করা জনি কাউকো (Johnny Kauko) আজ তেমন প্রভাব বিস্তার করতে পারেননি। দিমিত্রি পেত্রাতসকেও (Dimitri Petratos) কিছুটা নিষ্প্রভ দেখাল। আজকের ম্যাচের ‘ভিলেন’ সাদিকুর পার্শ্বচর যদি কেউ থেকে থাকে তিনি মনবীর সিং। ঠিক কোন সময় বল ছাড়তে হবে সেই সিদ্ধান্ত নেওয়াতে গলদ ছিল তাঁর।

আরও পড়ুন: মার্কিন মুলুকে ভারত-পাক ম্যাচে টিকিটের চাহিদা তুঙ্গে

৭০-৭৫ মিনিটের পর মনবীরকে তুলে লিস্টন কোলাসোকে কেন নামালেন না হাবাস বোঝা গেল না। ফর্মে আছেন লিস্টন, আগের ম্যাচে দারুণ গোল করেছেন। বাগান কোচ খেলোয়াড়দের বিশ্রাম দিতে ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছেন ঠিকই, কিন্তু ১০-১৫ খেলালে বিরাট ক্ষতি হত কী?

আজকের ম্যাচে মোহনবাগানের সেরা ফুটবলারের নাম শুভাশিস বসু। দুর্দান্ত ডিফেন্স করলেন অধিনায়ক। যেখানেই বিপদ সেখানেই সামাল দিতে চলে এলেন। ডান দিক থেকে আশিস রাইয়ের খেলাও চোখ টানল।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular