skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeসেরা খবরশিবাণীর গলায় ফারহানের নাম

শিবাণীর গলায় ফারহানের নাম

Follow Us :

বিশেষ সম্পর্কের কথা কোনও দিনই অস্বীকার করেননি ফারহান আখতার, শিবাণী দান্ডেকর। বিয়ের ব্যাপারে এখনও কিছু না ভাবলেও নিজেদের সম্পর্ক নিয়ে কিন্তু দারুণ প্যাশনেট ফারহান – শিবাণী। সদ্যই লাভবার্ডের ভালবাসার আরও একটা নজির সামনে এল।

শিবাণীর জন্মদিন ছিল। জন্মদিনটা একরকম ফারহানের নামেই ডেডিকেট করলেন শিবাণী। কি করলেন বলুন তো?  নিজের কাঁধে ফারহানের নামের ট্যাটু করালেন  শিবাণী! সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই ছবিও শেয়ার করেছেন শিবাণী। কারসিভ লেটারে ফারহানের নাম লেখা ট্যাটু-র ছবির ক্যাপশনে শিবাণী লিখেছেন, ‘ইঙ্কড্ বাই দ্য বেস্ট’। শিবাণী ট্যাটু যে তাঁদের সম্পর্ককে নতুন স্তরে নিয়ে গেল তা বলাই বাহুল্য।

আরও পড়ুন : বিয়ে নিয়ে ভাবছেন না ফারহান-শিবানী

শিবাণী একাই নন, বার্থ ডে গার্লকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ফারহানও। নিজেদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে ফারহানের চোখ শিবাণীর থেকে না সরলেও লাজুক হেসে শিবাণী কিন্তু তাকিয়ে আছেন ক্যামেরার দিকেই। ছবির ক্যাপশনে ফারহান লিখেছেন, ‘উইথ অল মাই হার্ট, হ্যাপি বার্থ ডে সু’, লাভ ইউ।

ফারহানের এই ছোট্ট বার্তাই যে, জন্মদিনে শিবাণীর উপরি পাওনা তা বুঝতে গেলে ফারহান- শিবাণীর মতো ভালবাসায় বাঁচতে হবে,আর কিচ্ছু করতে হবে না!

আরও পড়ুন : ফারহানের তিন নায়িকা

RELATED ARTICLES

Most Popular