skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeসেরা খবরRowing Club: দুর্ঘটনার জেরে আপাতত বন্ধ করে দেওয়া হল রোয়িং

Rowing Club: দুর্ঘটনার জেরে আপাতত বন্ধ করে দেওয়া হল রোয়িং

Follow Us :

কলকাতা: ক্যালকাটা রোয়িং ক্লাবে দুর্ঘটনার কবলে পড়ে দুই কিশোরের মৃত্যুর ঘটনায় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হল রোয়িং। এছাড়াও আগামীদিনে যাতে এই ধরনের আর কোনও ঘটনা না ঘটে সেই জন্যও বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার ও প্রশাসন।

শনিবার মেয়র ফিরহাদ হাকিম জানান, রোয়িং ক্লাবগুলির সঙ্গে কথা বলে একটি নির্দিষ্ট রূপরেখা তৈরি করতে হবে। যাতে রোয়িং করা যাবে অথচ প্রাণহানীর ঘটনা ঘটবে না। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয় বেশ কিছু।

বলা হয়, রোয়িং করার সময় পেট্রোল চালিত স্পিড বোট রাখতে হবে। যাতে কোনও দুর্ঘটনা ঘটলে তৎক্ষণাৎ স্পিড বোটের মাধ্যমে সকলকে রেসকিউ করা সম্ভব হয়। অনেকেই বলেন দুর্ঘটনা রুখতে লেকের জলের নিচের ঝাঁঝরি তুলে ফেলার কথা। কিন্তু এতে ইকোসিস্টেম খারাপ হবে। তাই এটা করা যাবে না। এছাড়াও বলা হয়, অনেকে যারা লাইফ সেভিং জ্যাকেট পরে রোয়িং করার কথা বলেন।  কথা বলছেন,,, তাদের বুঝতে হবে এটা পড়ে রোয়িং করা যায়না।

গত ২১ মে রবীন্দ্র সরোবরে রোয়িং করতে গিয়ে বিপত্তি বাধে। কালবৈশাখী ঝড়ের দাপটে বোট উলটে মৃত্যু হয় ২ কিশোরের। উলটে যাওয়া ওই বোটে ছিল ৫ জন। তাঁদের মধ্যে ৩ জন সাঁতর কেটে বেঁচে যায়। বাকি দু’জন তলিয়ে যায়। মৃত ওই দুই ছাত্রের নাম পুষণ সাধুখাঁ ও সৌরদীপ চট্টোপাধ্যায়। তাঁরা দক্ষিণ কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র।  ওই মুহূর্তে ঘটনাস্থলে ছিল মৃতের আরও কয়েককজন বন্ধু। তাঁরা তড়িঘড়ি খবর দেয় পুলিসে। পৌঁছোন উদ্ধারকারীরা। শেষে সন্ধার দিকে মৃত দু’জনকে উদ্ধার করেন উদ্ধারকারীরা।

আরও পড়ুন- Weather Update: ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, শনি ও রবিবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা

জানা যায়, রবিবার ওই ছাত্রদের আন্তঃ স্কুল রোয়িং প্রতিযোগিতা ছিল। সে জন্যই তারা শেষ মুহূর্তের অনুশীলনে নেমেছিলেন। কিন্তু ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার থাকায় উলটে যায় বোটটি। এরপরই কলকাতা পুলিস কমিশনারের  নির্দেশে যতদিন না পর্যন্ত এসওপি তৈরি হচ্ছে ততদিন রোয়িং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

RELATED ARTICLES

Most Popular