skip to content

skip to content
Homeখেলাএএফসি নক আউটে খেলবেন কাউকো, কাজ শুরু হাবাসের

এএফসি নক আউটে খেলবেন কাউকো, কাজ শুরু হাবাসের

Follow Us :

দুবাই এএফসি কাপের নক আউটেই কাউকো এবং তিরি| উজবেকিস্তানের এফসি নাসাফের বিরুদ্ধে নামার আগে রক্ষণেই জোর আন্তোনিও লোপেজ হাবাসের| শনিবার থেকে দুবাইয়ে শুরু হয়ে গেল সবুজ-মেরুন ব্রিগেডের প্রস্তুতি|

এএফসি কাপের গ্রুপ পর্বে নামার আগেই ফিরে যেতে হয়েছিল জনি কাউকোকে| ক্লাব ছেড়ে ক্রোয়েশিয়া চলে গিয়েছিলেন সন্দেশ ঝিঙ্গানও| গ্রুপ পর্বের ম্যাচে রক্ষণের সমস্যা নিয়েই ভুগতে হয়েছিল এটিকে-মোহনবাগানকে|

নক আউটে যেন সেই সমস্যা ফের না হয় সেদকেই বিশেষ নজর দিচ্ছেন সবুজ-মেরুণ কোচ| উজবেকিস্তানের এফসি নাসাফ র্্যাঙ্কিংয়েও বেশ খানিকটা ওপরে মোহনবাগানের থেকে| তাই কোনওরকম ঝুঁকি নিতেই চাইছেনা সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট|

শনিবার থেকেই রয় কৃষ্ণা, প্রীতমরা প্রস্তুতি আরম্ভ করে দিয়েছেন| একইসঙ্গে সুস্থ হয়ে সুসোইরাজ এবং প্রবীর দাসের দলে ফেরাটাও স্বস্তি দিচ্ছে মোহনবাগান শিবিরে| ১০ দিনের প্রস্তুতি শিবিরেই দলের প্রথম একাদশের নির্বাচনটা করে ফেলতে চাইছেন হাবাস| তাই তো পরীক্ষা নিরিক্ষাটা এদিন থেকেই শুরু করে দিয়েছেন|

আপাতত প্রথম ৬দিন দুবাইয়েই অনুশীলন করবেন রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসরা| শেষচার দিনের চূড়ান্ত প্রস্তুতি সারবেন তারা উজবেকিস্তানে|

 

RELATED ARTICLES

Most Popular