skip to content
Thursday, July 4, 2024

skip to content
Homeখেলাঅলিম্পিক্সে রুপো জয়ের পর প্রথম জন্মদিন, মুখ্যমন্ত্রীর বাড়িতে কেক কাটলেন চানু

অলিম্পিক্সে রুপো জয়ের পর প্রথম জন্মদিন, মুখ্যমন্ত্রীর বাড়িতে কেক কাটলেন চানু

Follow Us :

ইম্ফল: তাঁর হাত ধরেই টোকিও অলিম্পিক্সে প্রথম পদক পায় ভারত৷ ২৭ জুলাই ভারোত্তলনে রুপো জিতে দেশবাসীর স্বপ্নপূরণ করেন মণিপুরের মেয়ে মীরাবাঈ চানু৷ তার পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তিনি৷ শুভেচ্ছার পালা এখনও শেষ হয়নি৷ আজ রবিবার সকাল থেকে আবারও তাঁকে শুভেচ্ছা জানানো শুরু হয়৷

আরও পড়ুন: নীরজের সাফল্যে গান বাঁধলেন সোমদেব, গলা মেলালেন সুনীল গাওস্কর

৮ অগাস্ট দিনটি চানুর জীবনে বিশেষ দিন৷ ১৯৯৪ সালে আজকের দিনে মণিপুরের ইস্ট ইম্ফলে জন্মগ্রহণ করেন তিনি৷ তবে অন্যান্যবারের চেয়ে এবারের দিনটির গুরুত্ব আলাদা৷ অলিম্পিক্সে রুপো জয়ের পর এটাই চানুর প্রথম জন্মদিন৷ বিশেষ দিনটি বিশেষ ভাবে পালন করেন তিনি৷ তবে তার আগে সকাল থেকে চলে শুভেচ্ছা জানানোর পালা৷ রুপোর মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানান অগুণতি মানুষ৷

চানুর জন্মদিনটি স্মরণীয় করে তোলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং৷ আজ তাঁকে সরকারি বাসভবনে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী৷ সেখানেই কেক কাটেন চানু৷ রুপোজয়ীকে নিজের হাতে কেক খাইয়ে দেন এন বীরেন সিং৷ পরে চানুর জন্মদিন পালনের ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেন মুখ্যমন্ত্রী৷ লেখেন, ‘জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা৷ এভাবেই তুমি দেশের নাম উজ্জ্বল কোরো৷’ ২৭তম জন্মদিনকে স্পেশাল করার জন্য টুইট করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান চানুও৷

আরও পড়ুন: পানিপথ থেকে টোকিও, নীরজের সোনার সফর

RELATED ARTICLES

Most Popular