skip to content
Thursday, July 4, 2024

skip to content
HomeখেলাIndia-West Indies Series: ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টিম ইন্ডিয়ার ১৮ জনের দল ঘোষণা,...

India-West Indies Series: ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টিম ইন্ডিয়ার ১৮ জনের দল ঘোষণা, স্কোয়াডে নতুন রবি বিষ্ণোই

Follow Us :

সামনেই ওয়েস্ট ইন্ডিজের (India-West Indies Series) সঙ্গে একদিনের এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারত৷ তার আগেই ১৮ সদস্যের দল ঘোষণা করল ক্রিকেট বোর্ড৷ একদিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই ক্যাপ্টেন রোহিত শর্মা (Captain Rohit Sharma)৷ ভাইস ক্যাপ্টেন কে এল রাহুল (Vice Captain A K Rahul)৷ তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যশপ্রীত বুমরা এবং মহম্মদ শামিকে বিশ্রাম দেওয়া হয়েছে৷ কে এল রাহুলকে দলে পাওয়া যাবে দ্বিতীয় একদিনের ম্যাচ থেকে৷ রবীন্দ্র জাদেজা এখনও তাঁর হাঁটুর চোট সারিয়ে উঠতে পারেননি৷ তাই একদিনের সিরিজ বা টি-টোয়েন্টি কোনও ফরম্যাটেই তাঁকে পাওয়া যাবে না৷ টি-টোয়েন্টি সিরিজে দলে আছেন অক্ষর পটেল৷

একদিনের সিরিজের দল
রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, শ্রেয়স আইয়ার, দীপক হুডা, ঋষভ পন্থ, দীপক চাহার, শার্দুল ঠাকুর, ওয়াই চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, অভেশ খান৷

টি-টোয়েন্টি সিরিজের দল
রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণোই, অক্ষর পটেল, ওয়াই চাহাল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, অভেশ খান, হর্ষল পটেল, ইশান কিসান৷

RELATED ARTICLES

Most Popular