skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeBig newsবাংলাদেশ ম্যাচে ৬৭ করলেই রেকর্ড গড়বেন শুভমান

বাংলাদেশ ম্যাচে ৬৭ করলেই রেকর্ড গড়বেন শুভমান

Follow Us :

পুনে: ডেঙ্গি আক্রান্ত হওয়ায় বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি শুভমান গিল (Shubman Gill)। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে শুরুটা ভালো করলেও অল্প রানে ফিরে যেতে হয়েছিল। আজ বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে রেকর্ডের হাতছানি তাঁর সামনে। আর ৬৭ রান করলেই একদিনের ক্রিকেটে সবথেকে দ্রুত ২০০০ রান করার কীর্তি গড়বেন শুভমান। এখনও এই রেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার হাসিম আমলার (Hasim Amla) দখলে। ২০০০ রান করতে ৪০টি ম্যাচ নিয়েছিলেন তিনি।

ভারতীয় ওপেনারের জন্য কিন্তু এটাই শেষ সুযোগ নয়। তিনি ৩৬টি আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলেছেন। দ্রুততম হিসেবে ২০০০ রান পূর্ণ করার আরও তিনটি সুযোগ পাবেন তিনি। তবে ১৪০ কোটি ভারতবাসী চাইবে, আজই রেকর্ড হয়ে যাক। ২০২৩ সালে ওডিআই ক্রিকেটে ভারতের হয়ে সবথেকে বেশি রান করেছেন শুভমান। সবথেকে বেশি শতরানও তাঁর। এরকম ইন-ফর্ম ব্যাটারের থেকে আজ এক ধুন্ধুমার ইনিংস দেখার আশায় সমর্থককুল।

আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে খেলার মতো সুস্থ সাকিব আল হাসান?

এদিকে বাংলাদেশের অধিনায়ক তথা সেরা তারকা সাকিব আল হাসান (Shakib Al Hasan) আজ খেলবেন কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ধারে ভারে এমনিতেই বাংলাদেশের থেকে অনেক এগিয়ে টিম ইন্ডিয়া। তার উপর সাকিব না খেললে আরও একপেশে হবে বলেই মনে করছেন আকাশ। তিনি বলেন, “সাকিব আল হাসানের ফিটনেস নিয়ে চিন্তা রয়েছে। এই ম্যাচে ওকে পাওয়া যাবে কি না নিশ্চিত নয়। যদি না পাওয়া যায় তবে বাংলাদেশের বিরাট সমস্যা কারণ ওই দলের প্রাণ ও।”

তবে গত মঙ্গলবার বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মামুদ (Khaled Mahmud) জানিয়েছিলেন, সাকিবকে পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। মামুদ বলেন, “সাকিবের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। ওর এখন কোনও যন্ত্রণা নেই। তবে পুরোটা বোঝা যাবে কাল (বুধবার) ও নেটে ঢুকলে। রানিং বিটুইন দ্য উইকেটসও প্র্যাকটিস করবে ও। আমরা আশাবাদী, ভারতের (India) বিরুদ্ধে সাকিব খেলবে। সুইমিং সেশন করেছে, জিমে শরীরের ঊর্ধ্বাংশের কসরত করেছে। কাল একটা স্ক্যান করার পর ছবিটা পরিষ্কার হবে। সাধারণত এই ধরনের চোটে খুব যন্ত্রণা হয়, এমনকী হাঁটাই মুশকিল হয়ে দাঁড়ায়। সাকিব কিন্তু ভালো আছে, সেটাই আমাদের আশা জোগাচ্ছে।”

RELATED ARTICLES

Most Popular