skip to content

skip to content
Homeখেলাসোশ্যাল মিডিয়ায় স্মৃতি চারণায় বিরাট কোহলি

সোশ্যাল মিডিয়ায় স্মৃতি চারণায় বিরাট কোহলি

Follow Us :

কলকাতা টিভি ওয়েবডেস্ক: কানপুর টেস্ট(India vs New zealand) শেষ| ওয়াংখেড়েতে(Mumbai Test) হবে টেস্ট সিরিজ জয়ের লড়াই| তার আগে বেশ কয়েকবছর আগের স্মৃতি চারণায় বিরাট কোহলি(Virat Kohli)| আর সেটাও যে মহেন্দ্র সিং ধোনিকে নিয়েই তা বিরাটের নতুন পোস্ট থেকেই স্পষ্ট|

মহেন্দ্র সিং ধোনির অন্যতম ভক্তদের মধ্যে তিনিও একজন| ধোনির সান্নিধ্যে ভারতীয় দলে তাঁর পথ চলা| সেই মাহির থেকেই আবার অধিনায়কত্বের ব্যাটন এসেছে বিরাট কোহলির হাতে| ধোনির পরামর্শ কখনওই অমান্য করেননি তিনি|

ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি| ভারতীয় দলের সঙ্গে বিরাট কোহলিও যে তাঁকে মিস করে তা বলার অপেক্ষা রাখে না| টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ফের একবার রিইউনিয়ন হয়েছিল দুই তারকার| তবে ধোনি ছিলেন মেন্টর, আর এই প্রতিযোগিতাই ছিল টি টোয়েন্টি ফর্ম্যাটে শেষবার বিরাটের অধিনায়ক হিসাবে নামা|

আরও পড়ুন: জয়ের সামনে গিয়েও সাফল্য অধরা, কানপুর টেস্ট ড্র ভারতের

সাফল্য আসেনি| ধোনিরও ভারতীয় দলের সঙ্গে আপাতত পথ চলা শেষ| দেশে ফেরার পরই বেশ কয়েকদিনের বিশ্রামে রয়েছেন বিরাট কোহলি| নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেও নামেননি তিনি| মুম্বইয়ে দ্বিতীয় টেস্টে ফের দলে ফিরবেন| তার আগেই ভারতীয় দলের জার্সিতে ধোনির সঙ্গে নিজের ছবি দিয়ে স্মৃতিচারণায় বিরাট কোহলি|

RELATED ARTICLES

Most Popular