Placeholder canvas

Placeholder canvas
HomePanchayat Election 2023 | পুনর্নির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৬৯.৮৫ শতাংশ
Array

Panchayat Election 2023 | পুনর্নির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৬৯.৮৫ শতাংশ

Follow Us :

কলকাতা: পুনর্নির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত ভোট (Vote) পড়ল ৬৯.৮৫ শতাংশ। পঞ্চায়েত ভোটের দিন ঝরেছে রক্তও। রাজনৈতিক হানাহানিতে প্রাণ হারিয়েছেন ১৮। এই অশান্তির পুরই রাজ্য নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের (Panchayat Reelection) ঘোষণা করেছে। রাজ্যের ২২টি জেলার মধ্যে ১৯টির একাধিক বুথে পুনর্নির্বাচন হয়েছে সোমবার। সব মিলিয়ে পুনর্নির্বাচন হচ্ছে ৬৯৬টি বুথে। এদিন দিনভর রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। বীরভূম, দক্ষিণ দিনাজপুর, হাওড়া, পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্ত ভাবে অশান্তি হয়েছে। ময়নায় বোমাবাজির অভিযোগ উঠেছে। গঙ্গারামপুরে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়।

পুনর্নির্বাচনের দিনও অশান্ত পরিস্থিতি দেখা গিয়েছে নারায়ণগড়ের ২৬২ নম্বর বুথে। ভোটারদেরকে আটকানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভোটারদের বুথের বাইরে থেকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী অশ্বিনী বর্মনের বিরুদ্ধে। অভিযোগ, বুথের বাইরে থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। যদিও অশ্বিনী বর্মন সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন। যদি ফিরিয়ে দিতাম তাহলে ভিতরে ২০০ থেকে আড়াইশো লোক কি করে দাঁড়িয়ে থাকতো সমস্ত অভিযোগ মিথ্যা।

দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর ব্লকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ। গঙ্গারামপুর ব্লকের রাঘবপুরে পুনর্নির্বাচন হচ্ছে। সেখানে সুকান্ত মজুমদার পরিদর্শনে গেলে তাঁকে বহিরাগত বলে ঘিরে ধরে বিক্ষোভ তৃণমূলের। কালিয়াগঞ্জের দিকে যাওয়ার পথে রাস্তা আটকে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। দাবি, ভোটকেন্দ্রের পাশ দিয়ে যেতে পারবেন না সুকান্ত। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 
পুনর্নির্বাচনেও উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ময়না। সেখানকার বাকচা এলাকায় ২২৮ নম্বর বুথের কাছে সোমবার বোমাবাজি করে এক দল দুষ্কৃতী। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছেন। কাঁথি দেশপ্রাণ ব্লকের আমতলিয়া প্রাথমিক বিদ্যালয়ে পুনর্নির্বাচন বয়কট করলেন গ্রামবাসীরা। পঞ্চায়েত ভোটে ছাপা ভোটে জন্যই পুকুরে ব্যালট ফেলে দেন গ্রামবাসীরা। এরপর রাজ্য নির্বাচন কমিশন পুর্ননির্বাচন ঘোষণা করেন।  কোনও ছাপ্পা যাতে কেউ দিতে না পারে ভোট বয়কট করার সিদ্ধান্ত নেন গ্রামবাসীরা। বুথের প্রত্যেক রাস্তায় তাই ধারাল অস্ত্র দিয়ে পাহারা দিচ্ছেন গ্রামের মহিলারা।

আরও পড়ুন: NDA Meet | বাদল অধিবেশনের রণকৌশল নির্ধারণে ১৯ জুলাই জোট নেতাদের বৈঠক ডাকল বিজেপি 

বীরভূমের (Birbhum) ময়ুরেশ্বরের ১৫৭ নম্বর বুথে  এদিন সকাল থেকেই পুননির্বাচনের জন্য ভোটাররা ভিড় জমান। সকাল থেকেই বিক্ষিপ্ত উত্তেজনা দেখা দেয় এই বুথে। ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের (TMC) বিরুদ্ধে। যদিও শাসকদলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে দলীয় নেতৃত্ব। গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভোটাররা ভোট দিতে আসতে না পারায় বুথে এসে আতঙ্কে কেঁদে ফেলেন সিপিএমের প্রার্থী সাহিনা খাতুন।  সিপিএম প্রার্থীর অভিযোগ, তাঁর এলাকার সিপিএমের ভোটারদের বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না। বেছে বেছে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে।

পঞ্চায়েতে ভোট শেষ হওয়ার পর থেকে রাদ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ভোট পরবর্তী হিংসা। কোথাও সিপিএম প্রার্থীর স্বামীকে অপহরণ, তো কোথাও পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আবার কোথাও তৃণমূল কর্মীকে অবহরণ করার অভিযোগ উঠেছে।  

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
TMC | 'সনাতন ধর্ম বিরোধী তৃণমূল', কমিশনে অভিযোগ দায়ের 'দেশ বাঁচাও গণমঞ্চ'-এর
02:12
Video thumbnail
বাংলার ৪২ | তৃতীয়দফা নির্বাচনে চার কেন্দ্রে কোন দল এগিয়ে?
10:18
Video thumbnail
Suvendu-Abhijit | তমলুক থানায় শুভেন্দু-অভিজিতের নামে FIR করলেন অনশনরত শিক্ষকরা
02:48
Video thumbnail
Weather | গরমেও রেহাই নেই তাপপ্রবাহ থেকে, কোথাও জল নেই, কোথাও আবার বিদ্যুৎ বিভ্রাট
01:41
Video thumbnail
Purulia | মধ্যগগনে ভোট, চড়ছে উত্তেজনা, পুরুলিয়ায় পতাকা নিয়ে তৃণমূল-বিজেপি তরজা
03:31
Video thumbnail
TMC | 'তৃণমূল আঘাত পেলে ৭ তারিখের পর দেখে নেব', হুমকির সুর জলঙ্গির তৃণমূল সভাপতির মুখে
01:53
Video thumbnail
Weather | তাপপ্রবাহের সতর্কতার মাঝে বৃষ্টির সম্ভাবনা, রবিবার রাজ্যের সর্বত্র বৃষ্টির সম্ভাবনা
02:28
Video thumbnail
পলিট্রিক্সের গ্রিনরুম | বামফ্রন্ট সরকারের আমলে ত্রয়ীর দাপটের কাহিনি
51:38
Video thumbnail
ধর্মযুদ্ধের দামামা | সাংবাদিক বৈঠক থেকে বিজেপিকে আক্রমন অভিষেকের, কী বললেন সেনাপতি
28:56
Video thumbnail
ISL 2024 | ত্রিমুকুট জয়ের স্বপ্ন অধরাই! আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি
04:30