skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeScrollPost Poll Violence: বিজেপি কর্মী খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করল সিবিআই

Post Poll Violence: বিজেপি কর্মী খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করল সিবিআই

Follow Us :

কলকাতা: ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী খুনের (BJP Worker Murder) ঘটনায় দুজনকে গ্রেফতার করল সিবিআই (CBI Arrested)। মঙ্গলবার সল্টলেক থেকে গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে (Post Poll Violence)। তাদের নাম সৌরভ দে ও রাহুল দে।

বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন নারকেলডাঙা থানা এলাকায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হন। এই খুনের ঘটনা নিয়ে তোলপার হয়ে ওঠে রাজ্য রাজনীতি। বিজেপি সহ বিরোধী দলের অনেকেই এই খুনের প্রতিবাদ করেন। কলকাতা পুলিস নিরপেক্ষ তদন্ত করবেনা এই অভিযোগও ওঠে। বিজেপি নেতারা দ্বারস্থ হন হাইকোর্টে। হাইকোর্ট খুনের তদন্তভার তুলে দেয় সিবিআইয়ের হাতে।

আরও পড়ুন: India Covid Update: ৩০ হাজারের নীচে নামল দেশের দৈনিক করোনা সংক্রমণ, কমল মৃত্যুও

তারপর বহু মাস কেটে গেলেও অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি সিবিআই। মৃত বিজেপি কর্মীর দাদা বিশ্বজিৎ সরকার সহ দলের নেতারা একাধিকবার অভিযোগ তুলেছেন, অভিযুক্তরা অবাধে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সিবিআই তাদের গ্রেফতার করছে না। যদিও সিবিআইয়ের দাবি ছিল অভিযুক্তরা পলাতক। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে তাদের খোঁজ পেতে ৫০ হাজার টাকা করে পুরষ্কার ঘোষণা করে সিবিআই। এরপর এদিন সকালে বিধাননগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা সম্ভব হয়।

RELATED ARTICLES

Most Popular