skip to content
Saturday, June 29, 2024

skip to content
HomeদেশUP Police: পঞ্চাশেই অবসর? ভোটে জিতে এই সব পুলিস কর্মীদের ‘তোফা’ বুলডোজার...

UP Police: পঞ্চাশেই অবসর? ভোটে জিতে এই সব পুলিস কর্মীদের ‘তোফা’ বুলডোজার বাবার

Follow Us :

লখনউ: বিপুল আসনে দ্বিতীয়বার লখনউয়ের তখতে বসেই অদক্ষ ও অযোগ্য পুলিস কর্মীদের (Uttar Pradesh Police Personnel) উপর বুলডোজার চালাতে চলেছেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)৷ ৬০-এর পরিবর্তে তাদের ৫০ বছর বয়সে অবসর নিতে বাধ্য করা হবে বলে খবর৷ সরকারি কাজে স্বচ্ছতা আনতে এবং কর্মদক্ষতা বাড়াতেই এই সিদ্ধান্ত৷ কয়েকটি হিন্দি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের জন্য এই কাজ দু’মাস থমকে ছিল৷ নির্বাচন শেষ হতেই ৫০-এর অধিক অকর্মণ্য পুলিস কর্মীদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে৷

ডিজিপি হেডকোয়ার্টার থেকে সব পুলিস ইউনিটের কাছে এই মর্মে একটি নির্দেশ পাঠানো হয়েছে৷ তাতে বলা হয়েছে, ২০২১ সালের মার্চ মাসে ৫০ বছর পূরণ করা পুলিসকর্মী যাঁদের কাজের ট্র্যাক রেকর্ড একদমই ভালো নয় তাঁদের স্বেচ্ছাবসর নিতে বাধ্য করতে হবে৷ ওই সব পুলিস কর্মীদের চিহ্নিত করার কাজও শুরু করতে বলা হয়েছে৷ কর্মদক্ষতা এবং সরকারি কাজে গতি বাড়াতে এভাবে ‘বুড়ো’ কর্মীদের ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার৷ এই বছরের ১১ জানুয়ারি এবং ২ ফেব্রুয়ারি ডিজিপি হেডকোয়ার্টার থেকে এই সংক্রান্ত দুটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল৷ কেউ দায়িত্ব পালনে ব্যর্থ হলে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

গত বছর নভেম্বরে ডিজিপি হেডকোয়ার্টার থেকে সমস্ত জেলার সুপার ও বিভাগীয় প্রধানদের কাছে এমন পুলিস কর্মীদের তালিকা চেয়ে পাঠানো হয়েছিল৷ সেই তালিকা অবশ্য হেডকোয়ার্টার অবধি পৌঁছয়নি৷ তাই সেই সময়সীমা বাড়িয়ে ২০ মার্চ করা হয়েছে৷ বলা হয়েছে, মার্চ মাসের ২০ তারিখের মধ্যে ওই তালিকা পাঠাতে হবে৷

আরও পড়ুন: Yogi in Delhi: বিপুল জয়ের পর রবিবার প্রথম দিল্লিতে মোদির মুখোমুখি যোগী

RELATED ARTICLES

Most Popular