Monday, July 1, 2024

HomeCurrent NewsRampurhat Violence: রামপুরহাট হত্যায় সাসপেন্ড এসডিপিও সায়ন আহমেদ, সাসপেন্ড আইসিও

Rampurhat Violence: রামপুরহাট হত্যায় সাসপেন্ড এসডিপিও সায়ন আহমেদ, সাসপেন্ড আইসিও

Follow Us :

রামপুরহাট: রামপুরহাট হত্যায় (Rampurhat Violence) সাসপেন্ড এসডিপিও সায়ন আহমেদ। সাসপেন্ড করা হয়েছে রামপুরহাটের আইসিকে ত্রিদিব প্রামাণিককেও। নবান্ন সূত্রের খবর, কর্তব্যে গাফিলতির (Rampurhat Clash) কারণে সাসপেন্ড করা হল ওই দুই পুলিস কর্তাকে।

মঙ্গলবারই ওই দুজনকে ক্লোজ করা হয়েছিল। বৃহস্পতিবার রামপুরহাটের বগটুই গ্রামে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । সেখানে দাঁড়িয়েই তিনি আইসি এবং এসডিপিওর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, বড় ঘটনা যে ঘটতে চলেছে, তা তাঁরা জানতেন। কর্তব্যে গাফিলতি প্রমাণ হলে কাউকে ছাড়া হবে না।

রামপুরহাটের নতুন এসপি করা হয়েছে। এসপি পদে নিয়ে আসা হয়েছে ঝাড়গ্রামের ডিএসপি ধীমান মিত্রকে। বগটুই গ্রামে অগ্নি সংযোগে আটজনের মৃত্যুর পরই জেলার ইনটেলিজেন্স অফিসার বা ডিয়াইও-কে সাসপেন্ড করা হয়। ওসি এবং এসডিপিওকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয়েছিল নবান্ন থেকে। সরানো হয় ১১ জন সিভিক ভলান্টিয়ারকেও।

আরও পড়ুন Rampurhat Violence: মমতার নির্দেশের পরই নিরাপত্তা বাড়ল…

বগটুই কাণ্ডে বিরোধীরা প্রথম থেকেই পুলিসের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করে আসছেন। সোমবার রাতে খুন হন বড়শাল পঞ্চায়েতের উপ প্রধান ভাদু শেখ। তার ঘণ্টা খানেকের মধ্যেই গ্রামে অন্তত দশটি বাড়িতে ভাঙচুর করে আগুন লাগানো হয়। সারা রাত ধরে দুষ্কৃতীদের তাণ্ডব চলে।মঙ্গলবার সকালে সোনা শেখ নামে একজনের বাড়ি থেকেই সাতটি অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে দমকল বাহিনী। হাসপাতালে মৃত্যু হয় একজনের।

আরও পড়ুন KMC Water Supply: শনিবার সকাল ১০টা থেকে জল থাকবে না দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায়

তারপর থেকেই ওই ঘটনা নিয়ে রাজ্যে তোলপাড় চলছে। মঙ্গলবারই মুখ্যমন্ত্রী বিশেষ তদন্তকারী দল গথনের কথা ঘোষণা করেন। তিনি জানান নিরপেক্ষ তদন্ত হবে। দোষীদের কেউ রেহাই পাবে না। ভাদু শেখের খুন এবং পরে অগ্নি সংযোগের ঘটনায় স্থানীয় বাসিন্দারাও পুলিসের বিরুদ্ধে ক্ষোভের ক্তহা জানিয়েছে। তাঁদেরও অভিযোগ, পুলিস  সব জানত। তবুও তাঁরা দুই ঘটনা ঠেকাতে কোনও পদক্ষেপ করেনি। করলে এত বড় ঘটনা ঘটত না। এদিন মুখ্যমন্ত্রীর কাছে স্থানীয়রা পুলিসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বাস দেন, কাউকে ছাড়া হবে না।

 

RELATED ARTICLES

Most Popular