skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদনমার্ভেলস পরিবারে ফারহান

মার্ভেলস পরিবারে ফারহান

Follow Us :

মার্ভেল পরিবারের সঙ্গে যুক্ত হলেন বলিউডের অন্যতম পরিচালক-অভিনেতা ফারহান আখতার।খুব শীঘ্রই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে শুরু হতে চলেছে মার্ভেলস-এর ওয়েব সিরিজ ‘মিসেস মার্ভে’ল।তাতেই একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ফারহান।সিরিজে নাম ভূমিকায় অভিনয় করবেন ইমান ভেলানি।পাশাপাশি দেখা যাবে আরামিস নাইট,সাগর সেখ,ঋষ শাহ,জেনোবিয়া শ্রফ,মোহন কুপারের মতো একঝাঁক আন্তর্জাতিক তারকাকে।‘মিসেস মার্ভল’-এ ফারহান কেমন চরিত্রে অভিনয় করছেন সেই নিয়ে এখনই মুখ খুলছেন না কেউই।জানা যাচ্ছে,একজন অতিথি শিল্পী হিসেবেই সিরিজে উপস্থিত থাকবেন ‘লক্ষ্য’-এর পরিচালক।সুখবরটি নিজেই সোশ্যাল সাইটে জানিয়েছেন ফারহান আখতার।মার্ভলসের সিরিজে অভিনেতা-পরিচালককে দেখার অপেক্ষাতেই রয়েছে ভক্তরা।তবে খুব বেশিদিন আর অপেক্ষা করতে হবে না।কারণ,আগামী ৮ জুন থেকেই ওটিটি প্ল্যাটফর্মে শুরু হয়ে যাবে ‘মিসেস মার্ভল’-এর স্ট্রিমিং।

 

 

View this post on Instagram

 

A post shared by Farhan Akhtar (@faroutakhtar)

RELATED ARTICLES

Most Popular