skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeCurrent NewsBankura BJP: বিজেপি বিধায়কের গণধোলাইয়ের হুমকি নিয়ে বিতর্ক ওন্দায়

Bankura BJP: বিজেপি বিধায়কের গণধোলাইয়ের হুমকি নিয়ে বিতর্ক ওন্দায়

Follow Us :

বাঁকুড়া: গণধোলাইয়ের হুঁশিয়ার বিজেপি বিধায়কের। তৃণমূল নেতাদের উদ্দেশ্যে প্রকাশ্যে হুংকার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। রবিবার বাঁকুড়া পুয়াবাগানে বিজেপির সভায় দুর্নীতি ইস্যু নিয়ে এবার পশ্চিমবঙ্গে গণধোলাই হবে বলে হুঁশিয়ারি দিলেন ওই বিধায়ক। তাঁর ওই মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিজেপি বিধায়কের এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল।

অমরনাথ শাখা বলেন, পশ্চিমবঙ্গে গনধোলাই শুরু হবে। আপনারা হিসাব করে রাখুন চাকরি, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেওয়া ও একশো দিনের কাজে জব কার্ড তৈরির নামে কোন নেতা কত টাকা নিয়েছেন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়ি দেওয়া ও জব কার্ডের নামে টাকা আদায় করা শুরু হয়ে গিয়েছে। যদিও পরে অবশ্য তিনি গণধোলাইয়ে তথ্য থেকে কিছুটা সরে এয়ে বলেন, জেলায় জেলায় শাসকদলের দুর্মীতির বিরুদ্ধে জনরোষ তৈরি হচ্ছে। এর ফল যা হওয়ার তাই হবে।

আরও পড়ুন: Jagdeep Dhankhar: হলদিয়ায় অভিষেকের মন্তব্য, ৬ জুনের মধ্যে মুখ্যসচিবকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ রাজ্যপালের

এই হুঁশিয়ারির পালটা হুঁশিয়ারি দিয়েছেন বড়জোড়ার তৃণমূল বিধায়ক আলোক মুখোপাধ্যায়। তিনি বলেন, যারা এসব কথা বলছেন, তাঁরা নিজেরাই বড় ডাকাত। গণধোলাই দিতে হলে আগে ওই বিধায়ক নিজের লোকেদের গনধোলাই দিন।

RELATED ARTICLES

Most Popular