skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeCurrent NewsCanning Murder: ক্যানিংয়ে তিন তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার আরও এক

Canning Murder: ক্যানিংয়ে তিন তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার আরও এক

Follow Us :

ক্যানিং: ক্যানিংয়ে তিন তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার আরও এক। মঙ্গলবার রাতে জয়নগর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় এবাইদুল্লাহ মণ্ডলকে। সূত্রের খবর, মৃত তিন তৃণমূল কর্মীর পরিবার ক্যানিং থানায় যে অভিযোগ দায়ের করেছিলেন, সেই তালিকায় ধৃত এবাইদুল্লাহের নাম রয়েছে বলে জানা গিয়েছে। বুধবার ওই ধৃতকে আলিপুর আদালতে তোলা হবে।

এই ঘটনায় বাকিদের খোঁজে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র-সহ গুলি। এই ঘটনায় আরও এক টোটো চালককেও গ্রেফতার করেছে পুলিস। কোথা থেকে তারা এই আগ্নেয়াস্ত্র পেল, কী কারণেই বা নিয়েছিল সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিস।

আরও পড়ুন: Basirhat: ভরা কোটাল, পূবালি হাওয়ায় নদীবাঁধে একাধিক নদীবাঁদে ফাটল

এই ঘটনায় শুক্রবার সিটের হাতে প্রথম গ্রেফতার হয় আফতাব উদ্দিন। তবে মূল অভিযুক্ত রফিকুল সর্দার এখনও অধরা। তাঁর খোজে তল্লাশি চালাচ্ছে পুলিস। এর আগে রফিকুলের বাড়িতেও তল্লাশি অভিযান চালায় পুলিস। রফিকুলের পরিবার স্বীকার করে এর আগে এক তৃণমূল নেতা খুনের সঙ্গে সে জড়িয়ে ছিল। কিন্তু এই খুনের ঘটনায় তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে বলেও দাবি করে রফিকুলের পরিবার।

RELATED ARTICLES

Most Popular