skip to content
Sunday, June 30, 2024

skip to content
HomeCurrent NewsSonia Gandhi-Ed: দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি দফতরে পৌঁছলেন সোনিয়া

Sonia Gandhi-Ed: দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি দফতরে পৌঁছলেন সোনিয়া

Follow Us :

নয়াদিল্লি: ন্যাশনাল হেরাল্ড মামলায় টাকা নয়ছয়ের অভিযোগে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী মঙ্গলবার ইডি দফতরে হাজির হন। তাঁর সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী ও রাহুল গান্ধী। এদিন বেলা ১১টা নাগাদ নয়াদিল্লির ইডি দফতরে তিনি পৌঁছন। গত ২১ জুলাই তিনি ইডি-র দফতরে হাজিরা দেন। এদিন দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করেছে ইডি। ইতিমধ্যে দিল্লি পুলিস রাজঘাটে ১৪৪ ধারা জারি করেছে। কংগ্রেস কার্যালয়ের সামনে ইতিমধ্যে কর্মী-সমর্থকেরা বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়েছেন। এদিন সকাল থেকেই কংগ্রেসের প্রধান কার্যালয়ের সামনে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের কর্মীরা ইডি-র জিজ্ঞাসাবাদের প্রতিবাদে প্ল্যাকার্ড ও কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ দেখান।

অন্যদিকে কংগ্রেসের সাংসদরা সংসদ চত্বরে গান্ধী মূর্তি থেকে বিজয় চকের দিকে প্রতিবাদ মিছিল করেন। এই প্রতিবাদ মিছিলে অংশ নেন রাহুল গান্ধীও। পরে বিজয় চক থেকে রাহুল গান্ধী-সহ কংগ্রেসের একঝাঁক সাংসদকে দিল্লি পুলিস আটক করে। তাঁদের মধ্যে রয়েছেন, অধীর চৌধুরী, মল্লিকার্জুন খাড়গে, কেসি বেণুগোপালের মতো নেতারা।

কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ টুইট করে জানান, কংগ্রেসের সাংসদরা বিজয় চক থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে মিছিল নিয়ে এগোলে তাঁদের গ্রেফতার করা হয়। এখন তাঁরা পুলিস বাসে আছেন। তাঁদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন।

এর আগেই রাহুল গান্ধী এবং সোনিয়াকে একইসঙ্গে তলব করেছিল ইডি। কিন্তু সোনিয়া করোনায় আাক্রান্ত হওয়ায় তখন হাজিরা দিতে পারেননি। তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি ইডির কাছে হাজির দেওয়ার জন্য তিন সপ্তাহ সময় চান। সেইমতো ইডি তাঁকে সময় দেয়।

আরও পড়ুন: Yashwant Sinha: রাজনীতিতে বৈরাগ্য যশবন্তের, কোনও দলেই যোগ দিচ্ছেন না

কংগ্রেসের তরফে বারবার জানানো হয়েছে, গান্ধী পরিবার কোনও দুর্নীতিতে জড়িত নয়৷ তাই জেরা এড়ানোর প্রশ্নই ওঠে না৷ সোনিয়া-রাহুল দু’জনই ইডির অফিসারদের মুখোমুখি হবেন৷ রাহুল পাঁচবার গিয়েছেন৷ ডাকলে আবারও যাবেন৷ সোনিয়া অসুস্থ থাকায় যেতে পারেননি৷ তবে সুস্থ হয়ে উঠলে তিনিও ইডির প্রশ্নের মুখোমুখি হবেন৷ এর আগে রাহুলের জেরার দিনগুলিতে দিল্লির রাজপথে নেমে সত্যাগ্রহ শুরু করেছিলেন কংগ্রেস নেতা-কর্মীরা৷ কর্মীদের সঙ্গে হেঁটে ইডি দফতরে পৌঁছতে দেখা যায় রাহুলকেও৷ এবার খোদ সভানেত্রীর পালা৷ তিনি যেদিন ইডি অফিসে যাবেন সেদিনও বড় আন্দোলন কর্মসূচির পরিকল্পনা থাকবে দলের৷

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
West Bengal Weather | আজ ভারী বৃষ্টি, কোন কোন জেলায়?
00:00
Video thumbnail
TMC | BJP | শাসক-বিরোধি হাতাহাতি গাড়ি ভেঙে চুরমার তৃণমূল কাউন্সিলরের
00:00
Video thumbnail
T20 World Cup | টি ২০ বিশ্বকাপ জিতে টিম ইন্ডিয়া কত টাকা পেল?
00:00
Video thumbnail
Rohit Sharma | টি ২০ থেকে বিরাটের অবসর, ১২০ মিনিট পর অবসর নিলেন রোহিত
00:00
Video thumbnail
Chandrayaan-4 | চন্দ্রযান-৪ নিয়ে বড় ঘোষণা, চাঁদে আগে মানুষ নয় পাথর আনবে ভারত
00:00
Video thumbnail
NEET PG 2024 | নিট-পিজি কবে? বিরাট আপডেট
00:00
Video thumbnail
India vs South Africa Final 2024 | টি২০ বিশ্বকাপ জিতে কী করল টিম ইন্ডিয়া? দেখুন আনন্দের ভিডিও
00:00
Video thumbnail
IND vs SA Final | ভারত বিশ্ব চ্যাম্পিয়ন কাঁদছে, রোহিত-বিরাট চোখে দল দ্রাবিড়ের
00:00
Video thumbnail
Firhad Hakim | ফিরহাদ হাকিমের বাড়ি ঘেরাও কারা করল ?
00:00
Video thumbnail
Bankura | Jhargram | বাঁকুড়া ও ঝাড়গ্রামে রহস্যজনক ধাতব বস্তু উদ্ধার, ছড়াচ্ছে আতঙ্ক
02:07