skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeকলকাতাগুরুপূর্ণিমায় খুলছে বেলুড় মঠ, ভার্চুয়াল মাধ্যমেই হবে মহারাজ দর্শন

গুরুপূর্ণিমায় খুলছে বেলুড় মঠ, ভার্চুয়াল মাধ্যমেই হবে মহারাজ দর্শন

Follow Us :

করোনা পরিস্থিতির জেরে দীর্ঘ তিন মাস বন্ধ ছিল বেলুড় মঠের দরজা। কিন্তু আগামী ২৪ জুলাই  গুরুপূর্ণিমা উপলক্ষ্যে এবার খোলা হবে মঠ। তবে সেটা শুধুমাত্র একদিনের জন্যই।  বেলুড় মঠ  সূত্রে খবর, ২৪ জুলাই গুরুপূর্ণিমার দিন শনিবার সকাল সাড়ে ৭ টা থেকে বেলা ১১টা পর্যন্ত খোলা থাকবে, আবার বিকেল ৪টে থেকে সাড়ে ৫ টা পর্যন্ত মঠে সমাগম করতে পারবেন ভক্ত ও দর্শনার্থীরা। তবে মঠে প্রবেশ করলে ও কোনও সন্ন্যাসী বা মহারাজের সঙ্গে সরাসরি দেখা কিংবা প্রণাম করতে পারবেন না করতে পারবেন না ভক্তরা। ভার্চুয়াল মাধ্যমেই মহারাজদের সঙ্গে সাক্ষাৎ হবে ভক্তদের। এছাড়াও স্তোত্রপাঠ ও ভজনের মত ধর্মীয় অনুষ্ঠানগুলিও ভার্চুয়াল মাধ্যমে বেলুড় মঠের ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে। বুধবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান স্বামী জ্ঞানব্রতানন্দ মহারাজ।

তিনি আরও জানিয়েছেন, গোটা প্রক্রিয়াটি হবে কোভিড বিধিনিষেধ মেনে। অনুষ্ঠানে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক স্যানিটাইজার এর ব্যবহার। উল্লেখ্য, গত ২২ এপ্রিল করোনা পরিস্থিতির জেরে বন্ধ হয় বেলুড় মঠ। সেখানকার আবাসিক, সন্ন্যাসী এবং মহারাজদের শারীরিক অবস্থার কথা ভেবেই সতর্কতা অবলম্বন করে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ।

 

 

 

 

RELATED ARTICLES

Most Popular