skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeজেলার খবরজলপাইগুড়িতে জয়ী বিধায়কদের সংবর্ধনা তৃণমূলের

জলপাইগুড়িতে জয়ী বিধায়কদের সংবর্ধনা তৃণমূলের

Follow Us :

জলপাইগুড়ি: বিধানসভা ভোটে জয়ী হওয়ায় বিধায়কদের সংবর্ধনা দিল জলপাইগুড়ি জেলা তৃণমূল । শনিবার বিকেলে জলপাইগুড়ির সমাজপাড়ায় জেলা তৃণমূল কার্যালয়ে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলার তিনজন বিধায়ক। জলপাইগুড়ির  আসনে জয়ী ডা. প্রদীপ বর্মা, মালবাজারের বিধায়ক তথা মন্ত্রী বুলুচিক বড়াইক এবং রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। তাঁদের প্রত্যেককেই সংবর্ধনা জানানও হয় জেলা তৃণমূলের তরফে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমুল সভাপতি কৃষ্ণ কুমার কল্যানী, জেলার যুব সভাপতি সৈকত চ্যাটার্জি সহ দলের অন্যন্য নেতারা।

আরও পড়ুন:  হেমন্ত-সরকারকে ক্ষমতাচ্যুত করার চক্রান্তের অভিযোগে গ্রেফতার ৩

সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি শুক্রবার রাজগঞ্জে দলীয়কর্মীদের হাতে সাংবাদিক নিগ্রহের ঘটনার নিন্দা করা হয় জেলা তৃণমূলের তরফে। জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যানী জানিয়েছেন, “বিষয়টি দলের নজরে আছে এবং প্রশাসন যথোপোযুক্ত ব্যবস্থা নেবে।“

উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে অধিকাংশ আসনেই দখল করেছে বিজেপি। জলপাইগুড়ি জেলার পূর্বে কোচবিহার দিনহাটা থেকে পশ্চিমে শিলিগুড়ি সর্বত্রই জিতেছে বিজেপি। উত্তরবঙ্গে এই গেরুয়া ঘেরাটোপের মাঝখানে একমাত্র জলপাইগুড়িতেই জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল।

আরও পড়ুন: দিনে দুপুরে বারাসাতে ছিনতাই, ধৃত ১

আগামীদিনে লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে জলপাইগুড়ি আসনটিকে কেন্দ্র করে চা বলয় তথা উত্তরবঙ্গে আরও শক্তি বিস্তার করতে চাইবে তৃণমূল। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

 

 

 

RELATED ARTICLES

Most Popular